For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণের হার তিনে নামল বাংলায়, দেড় হাজার সংক্রমণ হলেও মৃত্যু নিয়ে উদ্বেগ

করোনা সংক্রমণের হার তিনে নামল বাংলায়, দেড় হাজার সংক্রমণ হলেও মৃত্যু নিয়ে উদ্বেগ

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ হার তিনে নামল। তা যতটা না স্বস্তি দিল, তার থেকে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত্যু। শুক্রবার বাংলায় দৈনিক করোনা সংক্রমণ দেড় হাজারে নেমেছে। প্রায় এক হাজার কমেছে সক্রিয়ের সংখ্যা। কিন্তু উদ্বেগ যাচ্ছে না মৃতের সংখ্যা ৩০-এর উপরেই থাকায়। টানা ২১ দিন করোনায় মৃত্যু ৩০-এর উপরে বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫২৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৩ হাজার ৬৯২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৭৫৮। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৩.১০ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৩ হাজার ৬৯২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২০ হাজার ২১৩ জন। এদিন ৯৩৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৫২৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৪২১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৬২ হাজার ৭২১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৯৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩৪ লক্ষ ২৪ হাজার ২৯৭। ১৬১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬০২৭৭। এদিন টেস্টিং হয়েছে ৪৯১৫২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৩.১০ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৯১৫ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৬৪৬। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৬৪ হাজার ৮১০ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৪১ হাজার ৪৫৯। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৬৩৬ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯১ লক্ষ ৫৯ হাজার ৭৮০ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ১৭ লক্ষ ৫১ হাজার ৫৯৪ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১০ লক্ষ ৫৮ হাজার ২৬২।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৫৪১৬ এদিন ১৮১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০১২৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯৫ জন বেড়ে হয়েছে ১২৬৬৩৫। হাওড়ায় আক্রান্ত ১২৪৬০৬। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৫৭ জন বেড়ে আক্রান্ত ১০৭৪৮৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতাকে টেক্কা দিয়ে এদিন আবার সবার উপরে উত্তর ২৪ পরগনা। কলকাতার সংক্রমণ ২০০-র নীচে, কিন্তু উত্তর ২৪ পরগনা ২০০-র উপরে। হাওড়ার সংক্রমণ এদিন ৫০-র নিচে এবং হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৫০ থেকে ১০০-র মধ্যে। সবথেকে কম সংক্রমণ ১৭ জন পুরুলিয়ায়।

English summary
Coronavirus positivity rate downs to three percent in West Bengal. Coronavirus daily case only one and half thousands but death toll to high over 30
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X