কোয়ারেন্টাইন সেন্টারের ছাদ থেকে ঝাঁপ করোনা রোগীর, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে
কোয়ারেন্টাইন সেন্টারের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে।

জানা গেছে, বুনিয়াদপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছোট্ট সংসার ছিল ওই ব্যক্তির। গত ৩ আগস্ট নিজের সোয়াব টেস্ট করেছিলেন তিনি। ৫ তারিখে রিপোর্ট এলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। যার পরেই ৬ তারিখ বুনিয়াদপুরের রশিদপুর আইটিআই কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন খবর পেয়ে পরিবারের লোকজন তাকে ওই সেন্টারে দেখতে এসে এমন দুর্ঘটনা প্রত্যক্ষ করেন তাঁর ভাই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সেন্টারের কাছে একটি জঙ্গলের মধ্যে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। যার পরে তড়িঘড়ি তাকে পরিষ্কার জায়গায় এনে স্বাস্থ্য আধিকারিকদের খবর দেওয়া হয়। চিকিৎসক পৌঁছলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় কোয়ারেন্টাইন সেন্টারের সকলের মধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।
মৃতের ভাই সুশান্ত মাহাতো জানিয়েছেন, কোয়ারেন্টাইন সেন্টারে ভাইকে দেখতে এসে তার কাছে পরিষেবা নিয়ে অব্যবস্থার কথা শুনেছিলেন। তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা স্পষ্ট নয়। নজরদারি সঠিক থাকলে এমনটা হতে পারতো না। ঘটনার তদন্ত হওয়া জরুরি।