For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্ম, জাতি দেখে রোগ আসে না, দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ', নিজামুদ্দিনকাণ্ড নিয়ে নুসরত আরও যা বললেন

  • |
Google Oneindia Bengali News

দিল্লির নিজামুদ্দিনের ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কে গোটা দেশ। করোনার আবহে যেভাবে দেশে ক্রমাগত নিজামুদ্দিনের তবলিঘি জমাতের অনুষ্ঠানে যোগদানকারী ব্যক্তিদের দেহে কোভিড ১৯ এর চিহ্ন মিলছে তাতে আশঙ্কা আরও বাড়ছে। আর নিজামুদ্দিনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বাংলার তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান।

 'দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ'!

'দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ'!

বসিরহাটের সাংসদ তথা বাংলার প্রথম সারির অভিনেত্রী নুসরত জাহান নিজামুদ্দিনের ঘটনা নিয়ে মুখ খুলেই বলেছেন, 'এটি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ।' এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলার এই নির্ভীক নেত্রী বলেন, 'কিছু মানুষের কারণে লক্ষ লক্ষ দেশবাসী বিপদের মুখে পড়েছেন। এটা তো দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। এক্ষেত্রে প্রশাসনের চেয়ে বেশী দায়ী মানুষ। যাঁরা লকডাউন ঘোষিত হওয়ার পরও অনুষ্ঠানে ছিলেন।'

সচেতনতার বার্তা সাংসদের

সচেতনতার বার্তা সাংসদের

বসিরহাটের বিপদের দিনে করোনা সংকটে এলাকাবাসীর পাশে এসেছেন নুসরত। তাঁর সাংসদ তহবিলের টাকা থেকে তিনি এলাকায় দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশপাশি তিনি সচেতনতা গড়ে তুলতে বলছেন,'শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তা লুকিয়ে রাখবেন না। ... দয়া করে..।করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, আগে প্রয়োজনীয় পরীক্ষা করান।'

নুসরতের সাফ বার্তা

নুসরতের সাফ বার্তা

দাপুটে তৃণমূল নেত্রী নুসরত জাহান বলেন,'ধর্ম বা জাতি দেখে মানুষের শরীরে রোগ আসে না। অখন রাজনীতি করার সময় নয়। আগে মানুষের প্রাণ।' এভাবেই নিজামুদ্দিন কাণ্ড নিয়ে গোটা পরিস্থিতি সম্পর্ক মন্তব্য করেন তৃণমূলের বসিরহাট শাখার নেত্রী।

English summary
Coronavirus outbreak,TMC MP Nusrat Jahan's reaction on Nizamudin case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X