For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে, কমছে সক্রিয়ের সংখ্যাও

কলকাতার পর উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে দুই জেলায়। তবে করোনা সুস্থের সংখ্যাও এদিন অনেকটাই বেড়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার পর উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে দুই জেলায়। তবে করোনা সুস্থের সংখ্যাও এদিন অনেকটাই বেড়েছে। ফলে কমেছে সক্রিয়ের সংখ্যা। রাজ্যে মোট সংক্রমণ যখন পাঁচ লাখ ছুঁতে চলেছে, তখন দুই জেলাতেই সংক্রমণ দু-লাখ ছাড়িয়ে গিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩১৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮০৭। উত্তর ২৪ পরগনায় ৭৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা এদিন অনেকটাই কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৬১৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৯৯৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১০৭৫৪০। শুধু এদিনই কলকাতায় ৮০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৬১৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৮৬৩৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬২৯০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০১৬১৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। মৃত্যু হয়েছে মোট ১৯৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৩৭৫৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৮৫৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৫২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২০৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩২০৯১। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩১৩৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭১ জন। হুগলিতে ১১৮ জন বেড়ে আক্রান্ত ২৫১৯৪ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭২৩১, কোচবিহারে ১০৬৪২, দার্জিলিংয়ে ১৫৪৩৫, কালিম্পংয়ে ১৮১৩, জলপাইগুড়িতে ১২৪৭৯, উত্তর দিনাজপুরে ৫৮৪১, দক্ষিণ দিনাজপুরে ৭৮১৬, মালদহে ১১৫১৩, মুর্শিদাবাদে ১০৮৮২, নদিয়ায় ১৮৫১৩, বীরভূমে ৮১৭০, পুরুলিয়ায় ৬১৫৭, বাঁকুড়ায় ৯৯১৩, ঝাড়গ্রামে ২৫৯১, পশ্চিম মেদিনীপুরে ১৮০৩৫, পূর্ব মেদিনীপুরে ১৮১৯৯, পূর্ব বর্ধমানে ১০৪৮১, পশ্চিম বর্ধমানে ১৩২০৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus infection spread anxiety in North 24 Pargana and Kolkata. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X