কলকাতার পর লাখ ছুঁল উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা
কলকাতার পর লাখ ছুঁল উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে করোনায় দুই জেলার মৃতের সংখ্যা। কলকাতার করোনা সংক্রমণ দিন সাতেক আগেই এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এবার উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছুঁয়ে গেল। শুধু দুই জেলাতেই সংক্রমণ দু-লক্ষ ছাড়িয়ে গিয়েছে।


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৭১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৩৬। উত্তর ২৪ পরগনায় ৬৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের একটু কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৬০৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৯৮৮।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১০৬৭৩৩। শুধু এদিনই কলকাতায় ৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৬০৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৭৬৮৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৪৩৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪২ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০০৮১৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭৪ জন। মৃত্যু হয়েছে মোট ১৯৮৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯২৮০৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬০২৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৫৫ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৬৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩১৮৮২। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩১২০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। হুগলিতে ৯৬ জন বেড়ে আক্রান্ত ২৫০৭৬ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭২১৪, কোচবিহারে ১০৫৬০, দার্জিলিংয়ে ১৫৩৩৭, কালিম্পংয়ে ১৭৯৩, জলপাইগুড়িতে ১২৩৬৬, উত্তর দিনাজপুরে ৫৮১১, দক্ষিণ দিনাজপুরে ৭৮০৩, মালদহে ১১৪২৯, মুর্শিদাবাদে ১০৮২৫, নদিয়ায় ১৮৩৭৭, বীরভূমে ৮১১১, পুরুলিয়ায় ৬১০৩, বাঁকুড়ায় ৯৮৩৮, ঝাড়গ্রামে ২৫৬৮, পশ্চিম মেদিনীপুরে ১৭৯৫৫, পূর্ব মেদিনীপুরে ১৮০৫৯, পূর্ব বর্ধমানে ১০৪৩০, পশ্চিম বর্ধমানে ১৩১২৪ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।