For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার মতো লাখ ছুঁতে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা আক্রান্ত, উদ্বেগ দৈনিক সংক্রমণেও

কলকাতার মতো লাখ ছুঁতে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা আক্রান্ত, উদ্বেগ দৈনিক সংক্রমণেও।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার করোনা সংক্রমণ এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এবার উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছুঁতে চলেছে। দুই জেলার সংক্রমণ ইতিমধ্যেই দু-লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আর দৈনিক সংক্রমণও উদ্বেগ বাড়িয়ে ৮০০ ছাড়িয়ে ৯০০-র কাছাকাছি হচ্ছে প্রতিদিনই। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া উভয় জেলার সংক্রমণও ৩০ হাজারের উপরে।

কলকাতার মতো লাখ ছুঁতে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা আক্রান্ত


কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৫৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৯০। উত্তর ২৪ পরগনায় ৮৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের একটু কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৫৮৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৯৬০।


একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১০৫১৭১। শুধু এদিনই কলকাতায় ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৫৮৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৫৯০৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৬৮৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪২ জন।


উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯৯৩৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। মৃত্যু হয়েছে মোট ১৯৬০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯১০২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৩৪৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪৮ জন।


দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩১৪৮৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩০৮৪৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। হুগলিতে ১৯৫ জন বেড়ে আক্রান্ত ২৪৭৯০ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭১৮৭, কোচবিহারে ১০৫০১, দার্জিলিংয়ে ১৫১৭৭, কালিম্পংয়ে ১৭৮০, জলপাইগুড়িতে ১২২৩০, উত্তর দিনাজপুরে ৫৬৯১, দক্ষিণ দিনাজপুরে ৭৭৭৫, মালদহে ১১৩৬৪, মুর্শিদাবাদে ১০৭৬০, নদিয়ায় ১৮০০৭, বীরভূমে ৮০১৩, পুরুলিয়ায় ৬০৭১, বাঁকুড়ায় ৯৭৬০, ঝাড়গ্রামে ২৫৩৭, পশ্চিম মেদিনীপুরে ১৭৮৩৩, পূর্ব মেদিনীপুরে ১৭৮৯৩, পূর্ব বর্ধমানে ১০২২৬, পশ্চিম বর্ধমানে ১২৯৫৪ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus infection increased almost one lac in North 24 Pargana like Kolkata. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X