কলকাতা-উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল দু-লাখ! উদ্বেগ মৃত্যুহারেও
কলকাতার করোনা সংক্রমণ এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও লাখ ছুঁতে চলেছে। দুই জেলার দৈনিক সংক্রমণ দু-লক্ষ ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে সংক্রমণ কমলেও এই দুই জেলায় প্রতিদিন ৮০০-র উপরে সংক্রমণ হয়ে চলেছে। এদিকে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া উভয় জেলার সংক্রমণ ৩০ হাজারের উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৮৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৯৩। উত্তর ২৪ পরগনায় ৮৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের একটু কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৫৬৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৯৫১।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১০৪২৮১। শুধু এদিনই কলকাতায় ৮৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৫৬৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯৪৯৬৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৭৪৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৫৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯৮৪৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। মৃত্যু হয়েছে মোট ১৯৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৯০০৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৪৪৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৭০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২৩০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩১২৪৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩০৬৮১। এদিন আক্রান্ত হয়েছেন ১৫০ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮৬৭ জন। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। হুগলিতে ১৯৮ জন বেড়ে আক্রান্ত ২৪৫৯৫ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭১৭৩, কোচবিহারে ১০৪৮২, দার্জিলিংয়ে ১৫০৬৩, কালিম্পংয়ে ১৭৬৪, জলপাইগুড়িতে ১২১৫৪, উত্তর দিনাজপুরে ৫৬৬৬, দক্ষিণ দিনাজপুরে ৭৭৫৪, মালদহে ১১৩১৫, মুর্শিদাবাদে ১০৭১৫, নদিয়ায় ১৭৭৬৯, বীরভূমে ৭৯৬৭, পুরুলিয়ায় ৬০৫২ বাঁকুড়ায় ৯৬৯২, ঝাড়গ্রামে ২৫২৩, পশ্চিম মেদিনীপুরে ১৭৭৬৮, পূর্ব মেদিনীপুরে ১৭৮৪০, পূর্ব বর্ধমানে ১০১১২, পশ্চিম বর্ধমানে ১২৮৩৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।