For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনা সংক্রমণ ৪০০০ ছাড়াল, উদ্বেগ বাড়াচ্ছে মালদহ ও মুর্শিদাবাদ

রাজ্যে করোনা সংক্রমণ ৪০০০ ছাড়াল, উদ্বেগ বাড়াচ্ছে মালদহ ও মুর্শিদাবাদ

Google Oneindia Bengali News

রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪০০০ অতিক্রম করল। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৯৩ জন। যার জেরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০০৯ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১ জন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই তথ্য দেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

করোনা সংক্রমণ ৪০০০ ছাড়াল

করোনা সংক্রমণ ৪০০০ ছাড়াল

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। যার জেরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০০৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭২ জন। মোট করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে উঠেছেন ১৪৮৬ জন।

জলায় বাড়ছে সংক্রমণ

জলায় বাড়ছে সংক্রমণ

পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করায় করোনা সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। সকলকে কোয়ারেন্টাইন বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে উদ্বেগ বাড়াচ্ছে মালদহ এবং মুর্শিদাবাদ। এক ধাক্কায় মুর্শিদাবাদে করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে ৪৮ হয়ে গিয়েছে। সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। অন্যদিকে মালদহেও করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মালদহে। অধিকাংশই পরিযায়ী শ্রমিক। বীরভূম এবং বর্ধমানেও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস।

করোনা চিকিৎসায় নয়া নির্দেশিকা

করোনা চিকিৎসায় নয়া নির্দেশিকা

ইতিমধ্যেই আইসিএমআরের তরফ থেকে করোনা পরীক্ষার খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। সেই সঙ্গে করোনা চিকিৎসায় হাইড্রক্লোরোকুইন ব্যবহারেও নিষেধ করা হয়েছে। এই ওষুধের প্রয়োগে রোগীর মৃত্যু বাড়ছে বলে মনে করছে হু। সেকারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করাচ্ছে।

পরীক্ষা না কম হওয়ার অভিযোগ

পরীক্ষা না কম হওয়ার অভিযোগ

একাধিক রাজ্যে নমুনা সংগ্রহ হয়ে পড়ে রয়েছে কিন্তু তেমন ভাবে পরীক্ষা হচ্ছে না। যার জেরে রিপোর্ট আসতে দেরি হচ্ছে এতে করোনা সংক্রমণের সংখ্যা আরও বাড়ছে। আম্ফানের কারণে সাময়িকভাবে করোনা পরীক্ষা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। তবে তাতে আবার গতি আনা হয়েছে।

লাখ লাখ পঙ্গপাল এবার এগোচ্ছে ক্ষেতের দিকে

English summary
Coronavirus infection in west Bengal raised 4000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X