For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় স্বস্তির ছবি পুরুলিয়ায়, সবার উপরে এখনও উত্তর ২৪ পরগনা, ২৩ জেলা একনজরে

করোনায় স্বস্তির ছবি ধরা পড়ল পুরুলিয়ায়। বিগত পাঁচদিন ধরে এই জেলায় দৈনিক সংক্রমণ ১০-এর আশেপাশে ঘুরছে। সংক্রমণে সবার উপরে এখনও উত্তর ২৪ পরগনা।

Google Oneindia Bengali News

করোনায় স্বস্তির ছবি ধরা পড়ল পুরুলিয়ায়। বিগত পাঁচদিন ধরে এই জেলায় দৈনিক সংক্রমণ ১০-এর আশেপাশে ঘুরছে। সংক্রমণে সবার উপরে এখনও উত্তর ২৪ পরগনা। ২৩ জেলার পরিসংখ্যান বিচারে কলকাতায় মৃত্যু সর্বাধিক। এদিন সমস্ত জেলাতেই বেড়েছে করোনা সক্রিয়ের সংখ্যা। তবে সার্বিক সংক্রমণ কমায় স্বস্তি মিলেছে খানিকটা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ৩ হাজারে নেমে এল। বাংলায় ৩৫১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৭৩। উত্তর ২৪ পরগনায় ৫৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৭৬৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪২৯৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৪৬২৬। শুধু এদিনই কলকাতায় ৩৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৭৬৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৮১৪২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭১৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩১১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১১৫৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪২৯৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪২৭৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৭২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৫৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৫২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯২২৪৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯০৯৩৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। হুগলিতে ২৩৬ জন বেড়ে আক্রান্ত ৭৭৯১৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৩২ জন, কোচবিহারে ১৮৩ জন, দার্জিলিংয়ে ২১৪ জন, কালিম্পংয়ে ২৭ জন, জলপাইগুড়িতে ১৭০ জন, উত্তর দিনাজপুরে ৫৯ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৬ জন, মালদহে ৩৭ জন, মুর্শিদাবাদে ৩৪ জন, নদিয়ায় ২০৯ জন, বীরভূমে ৩৮ জন, পুরুলিয়ায় ১২ জন, বাঁকুড়ায় ১১০ জন, ঝাড়গ্রামে ৫৯ জন, পশ্চিম মেদিনীপুরে ১০৮ জন, পূর্ব মেদিনীপুরে ২০২ জন, পূর্ব বর্ধমানে ১১০ জন, পশ্চিম বর্ধমানে ৪৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Coronavirus infection in Purulia is lowest and North 24 pargana is highest in West Bengal. All district’s Coronavorus statistics are here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X