For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আতঙ্ক বাড়ল রাজ্যে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তায় থাকা ৬ জওয়ান করোনা পজিটিভ

আতঙ্ক বাড়ল রাজ্যে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তায় থাকা ৬ জওয়ান করোনা পজিটিভ

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের আশঙ্কা আরও বাড়ল। কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ বিএসএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁদের সংস্পর্শে আসা লোকেদের চিহ্নিত করে মোট ৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্ত ৬ বিএসএফ জওয়ানকে এম আর বাঙ্গুর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

আতঙ্ক বাড়ল রাজ্যে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তায় থাকা ৬ জওয়ান করোনা পজিটিভ

দুই দফায় রাজ্যে করোনা পরিস্থিতি পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। একটি দল দক্ষিণবঙ্গে যায় অন্য দলটি উত্তরবঙ্গে পরিদর্শনে গিয়েছিল। দক্ষিণবঙ্গের পরিদর্শনে যাওয়া কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তারক্ষীরাই করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গিয়েছে। এই প্রতিনিধি দল বিভিন্ন হাসপাতাল এবং আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়েছিল। তাঁদের সঙ্গে নিরাপত্তায় থাকা ৬ বিএসএফ জওয়ানও গিয়েছিলেন। সেখানে কোথাও থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আক্রান্ত বিএসএফ ওয়ানদের মধ্যে দুজন গাড়ির চালক এবং একজন অপারেটর রয়েছেন। কেন্দ্রীয় প্রতিনিধিদল দিল্লি যাওয়ার দিনই একজন এসকট পাইলটের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পরে তাঁর সংস্পর্শে থাকা আরও পাঁচজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এঁদের সংস্পর্শে থাকা ৫০ জন জওয়ানকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়েও মহারাষ্ট্র থেকে বাংলার শ্রমিকদের ফেরাতে নারাজ মমতা পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়েও মহারাষ্ট্র থেকে বাংলার শ্রমিকদের ফেরাতে নারাজ মমতা

English summary
Coronavirus infection in central team security men in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X