For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-সহ ৫ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে, একনজরে পরিসংখ্যান

কলকাতায় ফের করোনা বাড়ছে! উদ্বেগের চার জেলার মধ্যে আবার জায়গা করে নিচ্ছে কলকাতা। এদিন কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের তুলনায় কমসংখ্যাক রোগী করোনা মুক্ত হয়েছেন।

Google Oneindia Bengali News

কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ ৫ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে। কলকাতায় ফের করোনা বাড়ছে! উত্তর ২৪ পরগনার পর কলকাতায় সংক্রমণ সবথেকে বেশি। এবং এদিনও কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের তুলনায় কমসংখ্যাক রোগী করোনা মুক্ত হয়েছেন। ফলে সক্রিয় করোনা রোগী বেড়েছে কলকাতায়। হাজারের উপর করোনা সক্রিয় রয়েছে উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ে। এই দুই জেলায় করোনা সক্রিয় কমলেও বেড়েছে মহানগরে।

কলকাতা-সহ ৫ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র উপরে উঠে গিয়েছে আবার। বাংলায় ৭১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭১ জন। উত্তর ২৪ পরগনায় ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৫৪ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০৮৬৬। এদিন কলকাতায় ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৭৭ জনের। এদিন মৃত্যু হয়নি একজনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫০৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮১৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৯৭৫৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৭৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩৯১৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬৩৩৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৭১০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৫১ জন বেড়ে আক্রান্ত ৮১৯৮১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৩ জন, কোচবিহারে ৩৩ জন, দার্জিলিংয়ে ৫৪ জন, কালিম্পংয়ে ৪৭ জন, জলপাইগুড়িতে ৫২ জন, উত্তর দিনাজপুরে ৯ জন, দক্ষিণ দিনাজপুরে ৮ জন, মালদহে ৩ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৪৫ জন, বীরভূমে ৩ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ১৬ জন, ঝাড়গ্রামে ২৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৪০ জন, পূর্ব মেদিনীপুরে ৪৬ জন, পূর্ব বর্ধমানে ১৬ জন, পশ্চিম বর্ধমানে ১০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Coronavirus infection are over 50 in five districts including Kolkata and North 24 Pargana. North 24 Pargana and Darjeeling’s active case more than thousands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X