করোনা হানা এবার বঙ্গ বিজেপির ঘরে, আক্রান্ত অনুপম হাজরা
করোনা ভাইরাসে আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা। নিজেই ফেসবুকে পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। ররিবার বারুইপুরে বিজেপির বিশাল বাইক ব়্যালিতে ছিলেন তিনি। সেই কর্মসূচিতেই অনুপম হাজরা বলেছিলেন তাঁর করোনা হলে তিনি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন।

করোনা আক্রান্ত অনুপম
লকেট চট্টোপাধ্যায়ের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেতা অনুপম হাজরা। নিজের ফেসবুক পোস্টে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিিন। কয়েকদিন আগেই দলীয় ব়্যালিতে যোগ দিয়ে তিনি বলেছিলেন, তাঁর করোনা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। এছাড়াও মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

বিতর্কিত মন্তব্য
অনুপম হাজরাই মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেস করোনার থেকেও ক্ষতিকর। কেরোসিন তেল দিয়ে রাতের অন্ধকারে করোনায় মৃতদের পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। একুশের ভোটে বাংলার জনতা সুদে আসলে সব হিসেব মমতা সরকারের কাছ থেকে নেবে বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এই একাধিক বিতর্কিত মন্তব্যের ২৪ ঘণ্টার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ
কয়েকদিন আগেই প্রকাশ্যে অনুপম হাজরা বলেছিলেন তাঁর করোনা হলে তিনি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শুধু তাই নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর করায় ফেসবুকে রীতি মতো হুমকি দিয়ে অনুপম হাজরা িলখেছিলেন এর মাশুল কয়েক মাস পর শাসক দলকে গুণতে হবে।

একুশে বুঝবেন মমতা
বারুইপুরের ব়়যালি থেকে অনুপম হাজরা অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যের মানুষ কাঁদছে। করোনায় মৃত্যু লোকানো হচ্ছে। বাবাকে ছেলের দেহ দেখতে দেওয়া হচ্ছে না। এর জবাব ২০২১ সালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে বলে আক্রমণ শানিয়েছিলেন অনুপম।
বিহার বিধানসভা নির্বাচনে অমিত শাহই কাণ্ডারী! পদ্মশিবিরের তরফে জোট-আসন নিয়ে কোন দায়িত্বে 'চাণক্য'