
করোনা আক্রান্ত ম্যানেজার, টুইটে জানিয়ে হোম কোয়ারেন্টাইনে গেলেন অভিনেতা সাংসদ দেব
করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেতা দেবের ম্যানেজার। টুইট করে জানালেন অভিনেতা। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি নিজেও হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন বলে টুইটে জানিয়েছে। এর আগে একাধিক টলিউড অভিনেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেবের ঘরে করোনা থাবা
করোনা ভাইরাস এবার থাবা বসাল টালিগঞ্জের সুপারস্টার অভিনেতা দেবের ঘরে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁর ম্যানেজার উত্তম। তারপরেই মঙ্গলবার টুইট করে অভিনেতা জানান, উত্তম আমার ম্যানেজার হলেও বাড়ির সদস্যের মতোই। করোনা পজিটিভ রিপোর্ট এসেছে উত্তমের। শরীরে উপসর্গ না থাকায় দেব নিজের বাড়িতেই তাঁকে আইসোলেশনে রেখেছেন।

কোয়ারেন্টাইনে দেব
ম্যানেজার করোনা আক্রান্ত হওয়ার পর দেব নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা করান। তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে নিরাপদ রাখতে নিজেকে এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন অভিনেতা সাংসদ। আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।

করোনা থাবা টালিগঞ্জে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে টালিগঞ্জে অনেকেই। অভিনেত্রী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক। অন্যদিকে আবার পরিচালক রাজ চক্রবর্তীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও শুভশ্রী করোনা নেগেটিভ। বাংলা সিরিয়ান ইন্ডাস্ট্রিতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে।

পরিযায়ীদের উন্নয়নে কাজ
করোনা লকডাউনে কারণে বাইরের রাজ্যে আটকে থাকা অনেককেই ঘরে ফেরাতে সাহায্য করেছেন অভিেনতা সাংসদ দেব। তাঁর উদ্যোগে অনেক পরিযায়ী শ্রমিক ছাত্ররা রাজ্যে ফিরতে পেরেছেন। আম্ফান পরিস্থিতিতেও ত্রাণ বিলি করেছেন অভিনেতা সাংসদ দেব।

ষোড়শী জিয়ার সঙ্গে অন্তরঙ্গ মহেশ ভাট, পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়