For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় সংক্রমণ বাড়ছে টেস্টিং-বৃদ্ধির সঙ্গে সঙ্গে, স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার হারও

বাংলায় করোনা সংক্রমণ ধারাবাহিক হারে বেড়ে চলেছে। শনিবারও তিন হাজারের উপর সংক্রমিত হলেন করোনা হানায়। তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে বাংলায় এদিন করোনা সংক্রমিত হলেন ৩২৩২ জন।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ ধারাবাহিক হারে বেড়ে চলেছে। শনিবারও তিন হাজারের উপর সংক্রমিত হলেন করোনা হানায়। তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে বাংলায় এদিন করোনা সংক্রমিত হলেন ৩২৩২ জন। করোনা মুক্তের সংখ্যাও তিন হাজারেরও বেশি। এদিনও টেস্টিং হয়েছে সর্বোচ্চ ৩৬ হাজারেরও বেশি। কমেছে মৃতের সংখ্যা। এটুকুই যা স্বস্তি।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩২৩২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। এদিন ৩২৩২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৫৯৬ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৩৭। এদিন মৃত্যু হয়েছে ৪৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ৩৫ হাজার ৫৯৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩০৮৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ০৪ হাজার ৯৫৯ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭৭.৪১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ১৬২ জনের। ৭০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৯৩৫। এদিন টেস্টিং হয়েছে ৩৬৩১৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৯০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩৫৬৯৪। এদিন ৫১৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৮৬১৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১২১৯৩। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২০৯ জন বেড়ে হয়েছে ৯৭৬৪। হুগলিতে ১৮৫ জন বেড়ে আক্রান্ত ৬৫২৮ জন। এরপর চার হাজারের উপর আক্রান্ত পূর্ব মেদিনীপুর, মালদহ ও দার্জিলিংয়ে।

English summary
Coronavirus increased in West Bengal with testing on August 22, 2020 and discharger rate increased over 77 percent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X