For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচদিনে দ্বিগুণ মৃত্যু করোনায়! বাংলায় সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাতেও উদ্বেগ

বাংলার করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনিবার সাড়ে ৬ লক্ষ ছাড়িয়ে গেল করোনার মোট সংক্রমণ। দৈনিক সংক্রমণ হয়েছে প্রায় ৮ হাজার। আর উদ্বেগ বাড়িয়ে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

  • |
Google Oneindia Bengali News

বাংলার করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনিবার সাড়ে ৬ লক্ষ ছাড়িয়ে গেল করোনার মোট সংক্রমণ। দৈনিক সংক্রমণ হয়েছে প্রায় ৮ হাজার। আর উদ্বেগ বাড়িয়ে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ছ-দিনে চারগুণ হয়েছে মৃতের সংখ্যা। পাঁচ দিনে দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

পাঁচদিনে দ্বিগুণ মৃত্যু করোনায়! বাংলায় বাড়ছে উদ্বেগ

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ১১ এপ্রিল করোনায় মৃত্যু হয় ৮ জনের। ১২ এপ্রিল করোনায় মৃত্যু হয় ১৪ জনের। আর ১৩ এপ্রিল ২০ জন প্রাণ হারান। এদিন মৃত্যু হল ৩৪ জনের। সেই নিরিখে ৬ দিনে মৃত্যু বাড়ল চারগুণ, আর পাঁচদিনে মৃতের সংখ্যা হল দ্বিগুণ। এই প্রবণতা ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনায়।

এবার বাংলায় করোনার দৈনিক সংক্রমণ অনেক বেশি। করোনা প্রথম ঢেউ বাংলার বুকে আছড়ে পড়ার সময় সর্বোচ্চ দৈনিক করোনা সংক্রমণ ছিল সাড়ে চার হাজারের মধ্যে। এবার তা এক লাফে বেড়ে হয়েছে আট হাজারের গায়ে। বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭১৩ জন।

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬ লক্ষ ৪৩ হাজার ৭৯৫ জন। এদিন ৭৭১৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৫১ হাজার ৫০৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫৪০। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের।

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৬ লক্ষ ৫১ হাজার ৫০৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪৫ হাজার ৩০০ জন। এদিন ৪২৫৩ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৪২৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৯৫ হাজার ৬৬৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯১.৪৩ শতাংশ।

English summary
Coronavirus death toll increased double in five days in West Bengal. Corona death toll crossed over 10500.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X