For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দৈনিক সংক্রমণ ৭০০-র সামান্য উপরে, মৃতের সংখ্যা হ্রাসে বাংলায় ফিরল স্বস্তি

করোনার দৈনিক সংক্রমণ ৭০০-র সামান্য উপরে, মৃতের সংখ্যা হ্রাসে বাংলায় ফিরল স্বস্তি

Google Oneindia Bengali News

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৭০০-র আশেপাশেই ঘোরাফেরা করছে। তবে এদিন মৃতের সংখ্যা কমে ৫ হওয়ায় স্বস্তি ফিরল অনেকটাই। শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ খানিকটা নিম্নমুখী হয়েছে গত তিনদিনের তুলনায়। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজারের সামান্য উপরে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১২৮। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ১৪, বুধবার ১০, এদিন তা কমে হল ৫।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ১৭১ জন। এদিন ১২৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭১১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৩৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯৭ হাজার ৯৫১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.০৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৮৮ হাজার ২৬৫। ১৩০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭৪৩১৪। এদিন টেস্টিং হয়েছে ৪৩২০৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৬৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১০৩৮৪। এদিন ৭৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৯০৮৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৯ জন বেড়ে হয়েছে ৯৬০২২। হাওড়ায় আক্রান্ত ৯৪৪৫২। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৪৭ জন বেড়ে আক্রান্ত ৮১৬৭০ জন।

দৈনিক সংক্রমণ জেলাওয়াড়ি

দৈনিক সংক্রমণ জেলাওয়াড়ি

আলিপুরদুয়ারে ১৪ জন, কোচবিহারে ৩৯ জন, দার্জিলিংয়ে ৬৭ জন, কালিম্পংয়ে ৮ জন, জলপাইগুড়িতে ২৬ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৪ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ১২ জন, নদিয়ায় ৪৮ জন, বীরভূমে ১২ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ২০ জন, ঝাড়গ্রামে ২৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৪০ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব বর্ধমানে ২৬ জন, পশ্চিম বর্ধমানে ২২ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Coronavirus death toll gives comfort to West Bengal after many days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X