For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণে কমল মৃতের সংখ্যা, স্বস্তি দিয়ে বাড়ল সুস্থতার হার

বাংলায় একদিনে করোনা সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়ানোর পাশাপাশি করোনা মুক্তের সংখ্যাও তিন হাজার ছুঁই ছুঁই। সোমবার ৩২ হাজার টেস্টিংয়ের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজারের একটু বেশি।

Google Oneindia Bengali News

বাংলায় একদিনে করোনা সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়ানোর পাশাপাশি করোনা মুক্তের সংখ্যাও তিন হাজার ছুঁই ছুঁই। সোমবার ৩২ হাজার টেস্টিংয়ের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজারের একটু বেশি। তবে আরও স্বস্তির খবর মৃতের সংখ্যা কমেছে। বেড়েছে সুস্থতার হার। সুস্থতার হার বেড়ে এদিন ৭৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।

করোনা সংক্রমণে কমল মৃতের সংখ্যা, বাড়ল সুস্থতার হার

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০৮০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ১৬ হাজার ৪৯৮ জন। এদিন ৩০৭৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৭৩। এদিন মৃত্যু হয়েছে ৪৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ৪০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯৩২ জন। মোট করোনা মুক্ত হলেন ৮৯ হাজার ৭০৩ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭৫.০২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১৩ লক্ষ ৪৭ হাজার ০৯১ জনের। ৬৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪৯৬৮। এদিন টেস্টিং হয়েছে ৩২৩১৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৮৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৮৬৭। এদিন ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৫২৪০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১১৩৮১। এদিন আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২২৬ জন বেড়ে হয়েছে ৮৭৬০। হুগলিতে ৬৫ জন বেড়ে আক্রান্ত ৫৫৪২ জন। এরপর তিন হাজারের উপরে রয়েছে মালদহ, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং।

English summary
Coronavirus death decreased in West Bengal and discharger rate increased. Coronavirus affected is crossed again three thousands and discharged rate also almost three thousands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X