For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা আক্রান্ত কমছে, বাড়ছে সুস্থতার হার, একদিনে মৃত ৪২

বাংলায় করোনা আক্রান্ত কমছে, বাড়ছে সুস্থতার হার, একদিনে মৃত ৪২

  • By
  • |
Google Oneindia Bengali News

এদিন শুক্রবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা কমে দাঁড়াল ২২৩৯ জন। একইসঙ্গে আরও খানিক বাড়ল সুস্থতার হার। দৈনিক মৃত্যুও আগের দিনের চেয়ে কমে হল ৪২ জন। এদিন কলকাতায় ১০ জন ও উত্তর ২৪ পরগনায়ও ১৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘন্টায় বাংলায় ২২৩৯ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৫ লাখ ৪ হাজার ৩৫৩ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭২৯ জন।

একদিনে মৃত ৪২ জন

একদিনে মৃত ৪২ জন

বাংলায় গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪২ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৭৭ জন। এই মুহূর্তে বাংলায় রোগের সঙ্গে লড়াই করছেন ১৯ হাজার ৬৫ জন। সুস্থতার হার কিছুটা বাড়ায় প্রতি ১০০ জনে সুস্থ হয়ে উঠেছেন ৯৪.৬৮ শতাংশ মানুষ।

কতজনের ভাইরাস পরীক্ষা

কতজনের ভাইরাস পরীক্ষা

গত ২৪ ঘন্টায় বাংলায় ৪২ হাজার ৩৫৫ জন মানুষের করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে। সবমিলিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৬৬ লক্ষ ২৩ হাজার পেরিয়ে গিয়েছে। যার মধ্যে আক্রান্ত ৮.০৪ শতাংশ মানুষ। প্রতি ১০ লক্ষ জনে বাংলায় পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ৫৯৮ জনের।

করোনা আতঙ্ক বেশি উত্তর ২৪ পরগনায়

করোনা আতঙ্ক বেশি উত্তর ২৪ পরগনায়

কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় মোট এবং দৈনিক আক্রান্তের হার সবচেয়ে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টায় ৫৯৫ জন এবং উত্তর ২৪ পরগনায় ৫২৪ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিনও ১০ জনের মৃত্যু হয়েছে। তবে উত্তর ২৪ পরগনায় একদিনে ১৬ জন মারা গিয়েছেন। এদিন নদিয়াতেও ৪ জনের মৃত্যু হয়েছে।

শুভেন্দুরা দল ছাড়লেও নির্ভয় মমতা, কোর কমিটির বৈঠকে দিলেন একুশে জয়ের টোটকা শুভেন্দুরা দল ছাড়লেও নির্ভয় মমতা, কোর কমিটির বৈঠকে দিলেন একুশে জয়ের টোটকা

English summary
Coronavirus daily update of Kolkata and West Bengal on December 18, 2020 in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X