For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ৩০ হাজার করোনা সক্রিয়! পর পর দুদিন দৈনিক সংক্রমণ ৩ হাজার পার

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ পর পর দুদিন ৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। সক্রিয়ের সংখ্যা লাফিয়ে বাড়তে বাড়তে ৩০ হাজার পার করে গেল।

Google Oneindia Bengali News

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ পর পর দুদিন ৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। সক্রিয়ের সংখ্যা লাফিয়ে বাড়তে বাড়তে ৩০ হাজার পার করে গেল। তবে করোনা সক্রিয়ের সিংহভাগই রয়েছেন হোম আইসোলেশনে। শুক্রবার করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২০ শতাংশ ছুঁয়েছে। পর পর দুদিন ঘাতক করোনা কেড়েছে ৫ জনের প্রাণ।

বাংলায় ৩০ হাজার করোনা সক্রিয়! পর পর দুদিন সংক্রমণ ৩০০০

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০৬৭। গতদিনও তিন হাজার পার করে গিয়েছিল সংক্রমণ, এদিন সংক্রমিতের সংখ্যাটা সামা্নয বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৬৫ হাজার ৩৬০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২৬৫। এদিন বাংলায় পাঁচ জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৬৫ হাজার ৩৬০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০০৪৩ জন। দৈনিক আক্রান্ত ৩০৬৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮৭৫ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ১৪ হাজার ৫২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫২ শতাংশ। আর এদিন করোনামুক্তের থেকে প্রায় ১২০০ সংক্রমণ বেশি হয়েছে।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ৬৬ হাজার ২৮৫। এদিন টেস্টিং হয়েছে ১৫ হাজার ৬৯৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৯.৫৪ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে ২০ শতাংশে আশেপাশে পৌঁছে গেল বাংলায়।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৯১ হাজার ৮৯৭ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৭ লক্ষ ৩৯ হাজার ৯৪০ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার ৪১৭ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৪৩ লক্ষ ৯৪ হাজার ৮৩৫ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৩০০৪৩ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ২৯৩০৬ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৭৩৭ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েছে ১১৮৭ জন।

সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এখন আবার দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ৩০৬৭। গতকাল এই সংখ্যাটা ছিল ৩০২৯। গতকাল টেস্টিং হয়েছিল ১৫ হাজারের বেশি। এদিনও তাই। সেই নিরিখে এদিন বেড়েছে সংক্রমণের হার।

কাকে ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে, 'টুইস্ট’-এ জল্পনা বাড়ালেন 'তৃণমূল সাংসদ’ দিব্যেন্দুকাকে ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে, 'টুইস্ট’-এ জল্পনা বাড়ালেন 'তৃণমূল সাংসদ’ দিব্যেন্দু

English summary
Coronavirus daily infection over 3000 consecutive two days and active cases over 30000 in West Bengal. Coronavirus positivity rate almost 20 percent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X