For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় করোনার উদ্বেগ বাড়িয়ে সক্রিয় ছাড়াল ২০০০, ১৭ জেলায় স্বস্তির ছবি বাংলায়

কলকাতায় করোনার উদ্বেগ বাড়িয়ে সক্রিয় ছাড়াল ২০০০, ১৭ জেলায় স্বস্তির ছবি বাংলায়

Google Oneindia Bengali News

কলকাতার করোনার উদ্বেগ বাড়িয়ে সক্রিয় রোগীর সংখ্যা ছাড়াল ২০০০। বাংলার ১৭ জেলায় অবশ্য স্বস্তির ছবি মিলেছে সোমবার। কলকাতায় করোনা দৈনিক সংক্রমণ এক লাফে আড়াইশোর উপরে উঠে গিয়েছিল পুজো কাটতেই। এদিন টেস্টিং কম হওয়ায় সংক্রমণ কমে ২২৯। তবে এদিন করোনা সক্রিয়ের সংখ্যা কলকাতায় ছাড়িয়ে গেল ২০০০-এর গণ্ডি। লক্ষ্মীপুজোর পরেই উদ্বেগ বাড়ছে। তবে উদ্বেগের মধ্যেও স্বস্তির খবর জেলার পরিসংখ্যানে। কলকাতা সংলগ্ন শহরতলির জেলাগুলিতেই করোনা বাড়ার প্রবণতা রয়েছে। বাংলরা বাকি ১৭ জেলায় দৈনিক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণেই।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮০৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২২৯ জন। উত্তর ২৪ পরগনায় ১৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ ২৫০-এর ছাড়িয়ে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-র কাছাকাছি। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২০০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এদিনও ২৩ জন বেড়েছে কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২০৯২৭। এদিন কলকাতায় ২২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৩০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩৭৯৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০০১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৮৩৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮০৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২২২৬৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০০৪৮৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৮৩০৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। হুগলিতে ৬২ জন বেড়ে আক্রান্ত ৮৫৮৯০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ২২ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ৪ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৫ জন, মালদহে ১ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৪৫ জন, বীরভূমে ১৬ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২২ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২৯ জন, পূর্ব মেদিনীপুরে ১১ জন, পূর্ব বর্ধমানে ১৯ জন, পশ্চিম বর্ধমানে ২৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus daily infection of Kolkata increased over 225 and active over 2000. In others 17 districts except Kolkata and adjoining Coronavirus infection under control,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X