For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর পর কোন কোন জেলায় করোনা উদ্বেগজনক হারে বাড়ছে, একনজরে দেখে নিন পরিসংখ্যান

পুজোর পর কোন কোন জেলায় করোনা উদ্বেগজনক হারে বাড়ছে, একনজরে দেখে নিন পরিসংখ্যান

Google Oneindia Bengali News

কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ছে কলকাতায়। কলকাতার সংলগ্ন শহরতলির জেলা গুলিতেই করোনা বাড়ার প্রবণতা রয়েছে। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে মহানগরের বাইরের জেলাগুলিতে। পুজোর বাংলায় ভরপুর আনন্দের খেসারত দিতে হচ্ছে কলকাতা ও শহরতলির জেলাগুলিকে। সক্রিয় করোনা রোগীর সংখ্যাও ঊর্ধ্বমুখী কলকাতায়। পুজোর কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ২০০-র দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। লক্ষ্মীপুজোর পরে তা আড়াইশো ছুঁই ছুঁই হয়ে গেল। বাংলার ১৭ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ৩০-এর নিচে। ১০-এর নিচে ৬ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৪২ জন। উত্তর ২৪ পরগনায় ১১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ ২০০ পেরিয়ে এবার আড়াইশোর দিকে ধাওয়া করছে। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১০০-র সামান্য উপরেই রয়েছে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২০০০-এর কাছাকাছি প্রায়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২০১৬৭। এদিন কলকাতায় ২৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১২১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩১৮৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮৪৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৭৮৯৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮০০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২১৮৬৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২২৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০০২৬২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৭৮০৮০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭০ জন। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ৮৫৬৫৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ২৮ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ১২ জন, উত্তর দিনাজপুরে ২৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ৪১ জন, বীরভূমে ১২ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ১২ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২৪ জন, পূর্ব মেদিনীপুরে ১৫ জন, পূর্ব বর্ধমানে ৩০ জন, পশ্চিম বর্ধমানে ১২ জন আক্রান্ত হয়েছেন এদিন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus daily infection of Kolkata highly increased after Durga Puja season. In others districts except Kolkata and adjoining districts Coronavirus infection under control,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X