For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় ২০০-র নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ, ২০ জেলায় আক্রান্ত ৫০-এর কম

কলকাতায় ২০০-র নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ। বাংলার ২০ জেলায় এদিন আক্রান্তের সংখ্যা ৫০-এর কম। ৫০-এর উপরে সংক্রমিত কলকাতা, উত্তর ২৪ পরগনা বাদে শুধু হাওড়া।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় ২০০-র নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ। বাংলার ২০ জেলায় এদিন আক্রান্তের সংখ্যা ৫০-এর কম। ৫০-এর উপরে সংক্রমিত কলকাতা, উত্তর ২৪ পরগনা বাদে শুধু হাওড়া। কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ও সক্রিয় নিম্নমুখী হয়েছে বিগত দুদিন। কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র ঘরে নামল। বাংলার ২৩ জেলার মধ্যে ২০টি জেলায় এদিন স্বস্তির ছবি ধরা পড়েছে। তবে এদিন করোনা পরীক্ষা কম হয়েছে। বাংলায় সাত জেলায় ১০-এর নিচে করোনা সংক্রমণ। আর ৬টি জেলায় করোনা সক্রিয় ১০০-র নিচে। সবথেকে কম করোনা সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২০ জন।

কলকাতায় ২০০-র নিচে নামল করোনার দৈনিক সংক্রমণ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮১ জন। উত্তর ২৪ পরগনায় ১২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২১০০-র ঘরে নেমেছে। এদিন ২৯ জন কমেছে কলকাতার করোনা সক্রিয়ের সংখ্যা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৩৮৫২। এদিন কলকাতায় ১৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৭২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬৫১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৬৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩০০৬০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩৮৯৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৩৮৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯১৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬০ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮৬৬৪০জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ১৭ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৯ জন, উত্তর দিনাজপুরে ১৭ জন, দক্ষিণ দিনাজপুরে ১২ জন, মালদহে ১১ জন, মুর্শিদাবাদে ৯ জন, নদিয়ায় ২৩ জন, বীরভূমে ১৩ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৯ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ২৬ জন, পূর্ব মেদিনীপুরে ৮ জন, পূর্ব বর্ধমানে ১৮ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Coronavirus daily infection Kolkata decreased below two hundreds after very long time. Coronavirus infection increased to only five districts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X