For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় উদ্বেগ করোনার দৈনিক সংক্রমণ ফের ৪০০ ছাড়াল, সক্রিয়ের সংখ্যা বাড়ছে লাফিয়ে

বাংলায় উদ্বেগ করোনার দৈনিক সংক্রমণ ফের ৪০০ ছাড়াল, সক্রিয়ের সংখ্যা বাড়ছে লাফিয়ে

Google Oneindia Bengali News

বাংলায় উদ্বেগ ফের বাড়ছে করোনা নিয়ে। করোনার দৈনিক সংক্রমণ মঙ্গলবার ৪০০ ছাড়িয়ে গেল আবার। করোনা সুস্থের সংখ্যা বাড়লেও সক্রিয়ের সংখ্যা কমার লক্ষণ নেই করোনার দৈনিক সংক্রমণের ঊর্ধমুখী গ্রাফের কারণে। মঙ্গলবার টেস্টিং বাড়তেই দৈনিক সংক্রমণ চারশো ছাড়িয়ে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪০৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৮০ হাজার ৯৯৯ জন। এদিন ৪০৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮১ হাজার ৪০৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩১০। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৮১ হাজার ৪০৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৬৫৬ জন। এদিন ৮২ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩২০ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৭ হাজার ৪৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৯ লক্ষ ৯২ হাজার ৯০৬ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৯৯২১। এদিন টেস্টিং হয়েছে ১৮২৪৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩১৫৪৫। এদিন ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৪৭৬১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন বেড়ে হয়েছে ৩৭৫৫০। হাওড়ায় আক্রান্ত ৩৬৩৩৪। এদিন আক্রান্ত হয়েছেন ২৮ জন। হুগলিতে ৬ জন বেড়ে আক্রান্ত ২৯৮৭৬ জন।

রাস্তায় গেরুয়া স্রোত, ভিড়ের মধ্যে আটকে গেল অ্যাম্বুলেন্স, রাস্তা করে দিতে এগিয়ে এলেন নাড্ডা নিজেইরাস্তায় গেরুয়া স্রোত, ভিড়ের মধ্যে আটকে গেল অ্যাম্বুলেন্স, রাস্তা করে দিতে এগিয়ে এলেন নাড্ডা নিজেই

English summary
Coronavirus daily infection increased over for hundred again in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X