বাংলায় করোনার দৈনিক সংক্রমণ চারশোর নিচে, সুস্থতার হার বেড়ে ৯৭ শতাংশ
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমে চারশোর নিচে নামল সোমবার। সেইসঙ্গে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ শতাংশ। আর সক্রিয় করোনার রোগীর সংখ্যাও কমে সাত হাজারের নিচে নেমে গিয়েছে। বাংলায় স্বস্তি আরও বাড়ল করোনায়। করোনা ভাইরাসে সুস্থ রোগীর সংখ্যাও সাড়ে পাঁচ লক্ষ ছুঁই ছুঁই প্রায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬৫ হাজার ২৭২ জন। এদিন ৩৮৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০০৬৩। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৬ হাজার ৮৯৩ জন। এদিন ১৯০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৬৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৪৮ হাজার ৭০৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.০০ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৬ লক্ষ ৬৬ হাজার ২৩৮ জনের। ১০১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৫১৮০। এদিন টেস্টিং হয়েছে ১৮৮৭৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৩৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৬৮১২। এদিন ৯০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২০৫২০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৫ জন বেড়ে হয়েছে ৩৬৭৬৩। হাওড়ায় আক্রান্ত ৩৫২৯৮। এদিন আক্রান্ত হয়েছেন ১১ জন। হুগলিতে ১৩ জন বেড়ে আক্রান্ত ২৯১৯৬ জন।

একুশের ভোটে বামেরা ফিরছে জোরালোভাবে! কেরল বিধানসভা ভোট নিয়ে সি ভোটারের সমীক্ষা কী বলছে