For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী! কোন জেলার কত আক্রান্ত, একনজরে পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনাসহ প্রত্যেক জেলাতেই কমছে করোনা সংক্রমণের গ্রাফ। স্বস্তি ফিরছে বাংলার জেলায় জেলায়। সোমবার দৈনিক সংক্রমণ কমে ৩০০-র নিচে নেমে গিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও উত্তর ২৪ পরগনাসহ প্রত্যেক জেলাতেই কমছে করোনা সংক্রমণের গ্রাফ। স্বস্তি ফিরছে বাংলার জেলায় জেলায়। সোমবার দৈনিক সংক্রমণ কমে ৩০০-র নিচে নেমে গিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। বাকি সমস্ত জেলাতেই ১০০ নিচে দৈনিক সংক্রমণ। বাড়ছে করোনামুক্তের সংখ্যা। ফলে হু-হু কর কমছে করোনা সক্রিয়ের সংখ্যাও।

করোনায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী! কোন জেলার কত আক্রান্ত

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০০। উত্তর ২৪ পরগনায় ২৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফও একটু কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৯৩৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৩০৭।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২২৪৩৭। শুধু এদিনই কলকাতায় ২০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৯৩৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৬৪৭০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩০৩৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১১৫৮০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। মৃত্যু হয়েছে মোট ২৩০৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১১৩১০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৮৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৫৮৫৬। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৪৪১৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭১ জন। হুগলিতে ৬২ জন বেড়ে আক্রান্ত ২৮৩১৫ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬১৯, কোচবিহারে ১১৬৩৩, দার্জিলিংয়ে ১৭৭০২, কালিম্পংয়ে ২১৫৩, জলপাইগুড়িতে ১৪২৮১, উত্তর দিনাজপুরে ৬৪০৯, দক্ষিণ দিনাজপুরে ৮০৬৯, মালদহে ১২৪৩৮, মুর্শিদাবাদে ১১৮৮৭, নদিয়ায় ২১৪৭৭, বীরভূমে ৯৫২৮, পুরুলিয়ায় ৬৮৯৭, বাঁকুড়ায় ১১৩০৪, ঝাড়গ্রামে ২৯৪৭, পশ্চিম মেদিনীপুরে ১৯৭৬২, পূর্ব মেদিনীপুরে ১৯৯৮২, পূর্ব বর্ধমানে ১২১৭৯, পশ্চিম বর্ধমানে ১৫৩১১ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus daily infection decreased in all districts of West Bengal with Kolkata and north 24 parganas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X