৬ মাস পর হাজারের নিচে নামল বাংলার করোনা সংক্রমণ, আর মাত্র ১১ হাজার সক্রিয়
২০২০-র জুলাই মাসের পর ফের দৈনিক করোনা সংক্রমণ হাজারের নিচে নামল বাংলায়। শনিবার বাংলায় দৈনিক করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। ২৮ হাজার টেস্টের মধ্যে সংক্রমিতের সংখ্যা ৮৬৩। আর ৬ মাস আগে ৮ জুলাই একদিনে করোনা সংক্রমিত হয়েছিলেন ৯৮৬ জন। ৮ জুলাই সংক্রমিতের সংখ্যা ছিল ৮৫০। ১০ হাজার টেস্ট হয়েছিল তখন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৫ লক্ষ ৫৩ হাজার ২১৬ জন। এদিন ৮৬৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৭৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭৬৬। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৫৪ হাজার ৭৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১১ হাজার ৮ জন। এদিন ৬০৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৬৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৪৪৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৩৩ হাজার ৩০৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.২৫ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭১ লক্ষ ৭৭ হাজার ৮১৪ জনের। ৯৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৯৭৫৩। এদিন টেস্টিং হয়েছে ২৮২৭৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৭২ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৩৮১৬। এদিন ২১১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৭১৮০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে হয়েছে ৩৬১১৭। হাওড়ায় আক্রান্ত ৩৪৭২২। এদিন আক্রান্ত হয়েছেন ৪২ জন। হুগলিতে ৫১ জন বেড়ে আক্রান্ত ২৮৬২০ জন।