For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী, তবু সক্রিয়তার হার বাড়ায় উদ্বেগ

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হল আরও। কিন্তু সক্রিয়তার হার বৃদ্ধিতে উদ্বেগ বাড়ল ফের। সোমবারের করোনা বুলেটিনে দেখা গিয়েছে, এদিন বাংলায় করোনা সক্রিয়ের হার বেড়ে ২-এর উপরে উঠে গিয়েছে।

Google Oneindia Bengali News

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হল আরও। কিন্তু সক্রিয়তার হার বৃদ্ধিতে উদ্বেগ বাড়ল ফের। সোমবারের করোনা বুলেটিনে দেখা গিয়েছে, এদিন বাংলায় করোনা সক্রিয়ের হার বেড়ে ২-এর উপরে উঠে গিয়েছে। দৈনিক করোনা সংক্রমণ কমে ৭০০-র নিচে নেমে গেলেও, সক্রিয়ের হার বেড়েছে। কারণ বাংলায় এদিন টেস্টিং হয়েছে কম।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ২৯৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০৮৫। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৯, এদিন তা বেড়ে হল ১২।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৪ হাজার ২৯৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৫৬৬ জন। এদিন ২৩০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৭৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯৪ হাজার ৬৪৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.০৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ১০ হাজার ৮৮৫। ১২৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭২৩৪৩। এদিন টেস্টিং হয়েছে ৩২২৮৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ২.০৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১০১১১। এদিন ৪৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৮৬৮২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন বেড়ে হয়েছে ৯৫৭৯৯। হাওড়ায় আক্রান্ত ৯৪৩১৫। এদিন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮১৪৯০ জন।

English summary
Coronavirus daily infection decreased below 700 with testing short in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X