For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়ে চার মাস পর বাংলায় করোনা সক্রিয় ১০ হাজারের নিচে, দৈনিক সংক্রমণ কমে ৫০০

সাড়ে চার মাস পর বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা নামল ১০ হাজারের নিচে। সোমবার দৈনিক সংক্রমণ কমে ৫০০-য় নেমে এসেছে। কিন্তু এদিন করোনা পরীক্ষা হয়েছে মাত্র ২৬ হাজার।

Google Oneindia Bengali News

সাড়ে চার মাস পর বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা নামল ১০ হাজারের নিচে। সোমবার দৈনিক সংক্রমণ কমে ৫০০-য় নেমে এসেছে। কিন্তু এদিন করোনা পরীক্ষা হয়েছে মাত্র ২৬ হাজার। করোনার দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও কমে ১০-এর নিচে নেমেছে। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নামলেও করোনার সক্রিয়তার হার এদিন প্রায় ২-এর কাছে। যা তৃতীয় ঢেউ আসার আগে উদ্বেগপ্রবণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩১২। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত চার-পাঁচদিন ধরে ৭০০-র উপরে ছিল। কিন্তু টেস্টিং ছিল ৪৫ হাজারের উপরে। এদিন সংক্রমিত কমে ৫০২ হলেও টেস্টিংও কমে ২৬ হাজারে নেমে এসেছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৯ হাজার ৬৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ৮৩২ জন। এদিন ১৯৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫০২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৯১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১০ হাজার ৯২১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৭ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ১৩ হাজার ২৮১। ১৩৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮২৩৭০। এদিন টেস্টিং হয়েছে ২৬১২৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৯২।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১১৫৬৯। এদিন ৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২০৫৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে হয়েছে ৯৬৮৭৪। হাওড়ায় আক্রান্ত ৯৫০৩৪। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৩০ জন বেড়ে আক্রান্ত ৮২৩৪৭ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ২ জেলায়। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সংক্রমণও এদিন ৫০-এর উপরে। দার্জিলিংয়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা রয়েছে ৫০-এর আশেপাশে। উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৭৪ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় ৬২, দার্জিলিংয়ে ৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন সংক্রমিত। আর সবথেকে কম সংক্রমণ এদিন মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে ১ জন। ১০-এর নিচে সংক্রমণ ৯ জেলায়। ১০০ নিচে সক্রিয় পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

English summary
Coronavirus daily infection decreased and active case is below 10 thousand in West Bengal. Corona discharge rate increased more.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X