বাংলা দৈনিক সংক্রমণের সঙ্গে কমছে সক্রিয়ের সংখ্যাও, মৃতের সংখ্যাও খানিক নিয়ন্ত্রণে
বাংলা করোনা মুক্তির দিকে এগোচ্ছে। কিন্তু করোনাজয়ীর সংখ্যা একটু কমায়, বিলম্বিত হচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা হ্রাসে। তবে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। করোনার গ্রাফ নিম্নমুখী নতুন বছরে। শনিবার করোনার সংক্রমণ ও সুস্থতার সংখ্যার মধ্যে ফারাক মাত্র ৬৪। করোনার দৈনিক সংক্রমণ কমে দাঁড়িয়েছে চারশোয়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪১০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৬৭ হাজার ৩০৪ জন। এদিন ৪১০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৭১৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১০৭। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৬৭ হাজার ৭১৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৬ হাজার ৩৯৬ জন। এদিন ৭৪ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৭৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫১ হাজার ২১১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.০৯ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৮ লক্ষ ৮ হাজার ৮২ জনের। ১০২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৬৭৫৬। এদিন টেস্টিং হয়েছে ২৮২৪২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.২৭ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৭২৭৪। এদিন ৮৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২১০৯৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জন বেড়ে হয়েছে ৩৬৮৫৯। হাওড়ায় আক্রান্ত ৩৫৪২৭। এদিন আক্রান্ত হয়েছেন ২২ জন। হুগলিতে ১৯ জন বেড়ে আক্রান্ত ২৯২৯২ জন।