For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ১২ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ১০-এর নিচে! একনজরে জেলার পরিসংখ্যান

বাংলার ১২ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ১০-এর নিচে! একনজরে জেলার পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বাংলার করোনা সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। ১২ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ১০-এর নিচে নেমে গিয়েছে। বাংলার ৮ জেলায় ১০০-র নিচে নেমে গিয়েছে সক্রিয়ের সংখ্যা। ওমিক্রন ভ্যারিয়েন্ট হানা দেওয়ার পরেও করোনার পরিসংখ্যান নিয়ন্ত্রণে রয়েছে। পাঁচ ছ-টা জেলা বাদে বাকি জেলায় সংক্রমণ বহুদিন ধরেই নিম্নগামী।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ২২০০-র উপরে উঠে গিয়েছে। তবে এদিন সক্রিয় একটু কমে হয়েছে ২২৩৮। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন পর্যন্ত ১৩৪১ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় কমে ৪৯৫। হুগলির করোনা সক্রিয়ও ৬০০-র নিচে নেমে ৫৭৪ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৫৮৬ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ২৯৮ নদিয়ায়। সর্বনিম্ন ২০ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৪ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৬১ জন। উত্তর ২৪ পরগনায় ১০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ১৫০-এর সামান্য উপরে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিন ফের ১০০-র উপরে

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩১৩৩৭। এদিন কলকাতায় ১৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৭৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩৮২১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৩৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৪৮৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৭৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৮৫৪৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৪১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৫০৫ জন। হাওড়ায় আক্রান্ত ১০১০৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭ জন। হুগলিতে ৩৯ জন বেড়ে আক্রান্ত ৮৮৭৫৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ৪০ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৬ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৩ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ১৫ জন, বীরভূমে ৬ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৮ জন, ঝাড়গ্রামে ৫ জন, পশ্চিম মেদিনীপুরে ১১ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জন, পূর্ব বর্ধমানে ৯ জন, পশ্চিম বর্ধমানে ২৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Coronavirus daily cases under control in 12 districts and active cases also reduced,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X