For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দৈনিক সংক্রমণ কমল কলকাতায়, বাংলার ৮ জেলায় ১০০-র নিচে সক্রিয়

করোনার দৈনিক সংক্রমণ এক লাফে অনেকটাই কমল কলকাতায়। বাংলার ৮ জেলায় ১০০-র নিচে নেমে গিয়েছে সক্রিয়ের সংখ্যা। ১২ জেলায় ১০-এর নিচে সংক্রমণ।

  • |
Google Oneindia Bengali News

করোনার দৈনিক সংক্রমণ এক লাফে অনেকটাই কমল কলকাতায়। বাংলার ৮ জেলায় ১০০-র নিচে নেমে গিয়েছে সক্রিয়ের সংখ্যা। ১২ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। আর ১৮ জেলায় ১৫-র নিচে নেমে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ওমিক্রন ভ্যারিয়েন্ট হানা দিলেও করোনার পরিসংখ্যানে যে তা তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি, সোমবারের করোনা বুলেটিন তার প্রমাণ।

করোনা সংক্রমণ কমল কলকাতায়, ৮ জেলায় ১০০-র নিচে সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ২২০০-র উপরে উঠে গিয়েছে। এদিন সক্রিয় বাড়ল মাত্র ২ জন। কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২২৪৫। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন কমে ১৩৪১ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় কমে ৪৯৪। হুগলির করোনা সক্রিয়ও ৬০০-র নিচে নেমে ৫৮০ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ২ জন বেড়ে ৫৯৩ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩০৭ নদিয়ায়। সর্বনিম্ন ২১ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়, ১ জেলায় ৩০০-র উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪১৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৫ জন। উত্তর ২৪ পরগনায় ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন কমে ১৫০-এর নিচে নেমে গিয়েছে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ ফের ১০০-র নিচে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩১১৭৬। এদিন কলকাতায় ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৭৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩৬৫৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৪৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৪৭৬৩জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৭৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৮৪৪৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৪১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৪৬৮ জন। হাওড়ায় আক্রান্ত ১০১০১৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৩৮ জন বেড়ে আক্রান্ত ৮৮৭১৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ১১ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১০ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ১৭ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ২ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১৪ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, পূর্ব বর্ধমানে ৫ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Coronavirus daily cases of Kolkata decreased and eight district’s active cases below 100.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X