কলকাতার করোনার সংক্রমণে ফের উদ্বেগ, ওমিক্রনের হদিশ মেলার দিনেই বাড়ল সক্রিয়
কলকাতার করোনার সংক্রমণে ফের উদ্বেগ বাড়ল বাংলায়। বাংলার করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ কমলেও, একমাত্র কলকাতা নিয়ে চিন্তায় স্বাস্থ্যকর্তারা। ওমিক্রনের হদিশ মেলার দিনেই বাড়ল সক্রিয়ের সংখ্যাও। বুধবার মহানগর কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ফের ২০০-র দোরগোড়ায় পৌঁছে গেল। অথথ বাংলার সংক্রমণ এতটুকু বাড়েনি এদিন।


কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ২২৫০-র উপরে উঠে গিয়েছে। এদিন সক্রিয়ের সংখ্যা ২৭ জন বেড়ে ২২৬৫। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন পর্যন্ত ১৩৪০ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ১৭ জন কমে ৪৭৮। হুগলির করোনা সক্রিয়ও কমে ৫৭২ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১৮ জন কমে ৫৬৮ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩০৭ নদিয়ায়। সর্বনিম্ন ২০ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৭ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ২ জেলায়। ৩০০-র উপরে ১ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৬ জন। উত্তর ২৪ পরগনায় ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ২০০-এর সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিনও ১০০-র উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩১৫৩৩। এদিন কলকাতায় ১৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩৯৮৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৬৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৪৯৬৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৮৬৪৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৪০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৫৩০ জন। হাওড়ায় আক্রান্ত ১০১০৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২ জন। হুগলিতে ৪২ জন বেড়ে আক্রান্ত ৮৮৮০০ জন

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ৮ জন, দার্জিলিংয়ে ২৪ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৫ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৩ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ৩৩ জন, বীরভূমে ১১ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৩ জন, ঝাড়গ্রামে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ৯ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, পূর্ব বর্ধমানে ৭ জন, পশ্চিম বর্ধমানে ২৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।