For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ জেলায় ১ জন করে করোনা আক্রান্ত, ১৯ জেলায় ১৫-র নিচে! জেলাওয়াড়ি পরিসংখ্যান

৫ জেলায় ১ জন করে করোনা আক্রান্ত, ১৯ জেলায় ১৫-র নিচে! জেলাওয়াড়ি পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বাংলার ৫ জেলায় ১ জন করে করোনা আক্রান্ত হয়েছে বিগত ২৪ ঘণ্টায়। সোমবারের করোনা পরিসংখ্যান অনুযায়ী ১৯ জেলায় ১৫-র নিচে করোনা সংক্রমণ। জেলাওয়াড়ি পরিসংখ্যানে এই স্বস্তির ছবি ধরা পড়েছে এদিন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে বাকি সব জেলার করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। এদিন কলকাতায় করোনা সক্রিয় ফের বাড়ল।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র কাছাকাছি পৌঁছে গেলেও এদিন সক্রিয় বাড়ল ফের। কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২১২৮। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়ও এদিন কমে ১৩৬৪-তে নেমেছে। তবে উত্তর ২৪ পরগনায় স্বস্তি এনেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ১০০-র নিচে করোনার দৈনিক সংক্রমণ এদিনও। হাওড়ার করোনা সক্রিয় কমে ৫৫০-র নিচে নেমেছে। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির করোনা সক্রিয় কমে যথাক্রমে ৬১৫ ও ৬০০। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ২৯১ নদিয়ায়। সর্বনিম্ন ২২ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৬ জেলায়। ৯ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৫৪ জন। উত্তর ২৪ পরগনায় ৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন গতদিনের তুলনায় কমে ১৫০-এর কাছাকাছি। উত্তর ২৪ পরগনার সংকর্মণ ১০০-র নিচে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৯৯২৮। এদিন কলকাতায় ১৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৬০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২২৫৪০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১২৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৩৮৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৫২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৭৭৩৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৬৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩১৭৭ জন। হাওড়ায় আক্রান্ত ১০০৭৮০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ৮৮৪৩০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ১০ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৭ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৭ জন, মালদহে ১ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ২৪ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১৪ জন, পূর্ব মেদিনীপুরে ৪ জন, পূর্ব বর্ধমানে ৬ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Coronavirus daily cases of 19 districts below 15 in West Bengal and only one in five districts. Kolkata’s corona active again increased today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X