For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৮০০-র ঘরেই, টেস্টিং বাড়তেই নিয়ন্ত্রণে সংক্রমণের হার

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৮০০-র ঘরেই রইল। গতদিনের তুলনায় মঙ্গলবার মাত্র এক জন বেড়েছে করোনার সংক্রমণ। সেখানে টেস্টিং বেড়েছে প্রায় ১০ হাজার।

Google Oneindia Bengali News

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৮০০-র ঘরেই রইল। গতদিনের তুলনায় মঙ্গলবার মাত্র এক জন বেড়েছে করোনার সংক্রমণ। সেখানে টেস্টিং বেড়েছে প্রায় ১০ হাজার। ফলে সংক্রমণের হার নেমে এসেছে ২.০৮-এ। এদিনও করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের তুলনায় বেশি। ফলে সক্রিয়ের সংখ্যা কমেছে বাংলায়। টানা দু-দিন করোনা সক্রিয় কমল আবার। বাংলায় ১০০০-এর কাছে চলে গিয়েছিল দৈনিক করোনার সংক্রমণ। তালমিলিয়ে বাড়ছিল সক্রিয়ের সংখ্যাও। সেই পরিস্থিতিতে রাশ টানা গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৮ হাজার ৬৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯০৮১। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.০৮ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় একই রয়েছে। বেড়েছে টেস্টিং। সংক্রমণের হার অনেকটাই নেমেছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮৮ হাজার ৬৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৮৪৯ জন। এদিন ২০ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮০৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮১১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬১ হাজার ১৩৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৯ লক্ষ ৯৫ হাজার ৯৭৯। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১১০৬৬। এদিন টেস্টিং হয়েছে ৩৮৬৮১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.০৮ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১০ লক্ষ ১৬ হাজার ৮১৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ লক্ষ ৫৯ হাজার ৫০৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২০৯ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭ কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ২৩৭ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৩০ লক্ষ ১৬ হাজার ২ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৪৬ হাজার ২৩৫ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২১১৭৫। এদিন ২৪৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৮৪৮১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৪ জন বেড়ে হয়েছে ১০০৫৫৮। হাওড়ায় আক্রান্ত ৯৮৩৬৭। এদিন আক্রান্ত হয়েছেন ৬১ জন। হুগলিতে ৫২ জন বেড়ে আক্রান্ত ৮৫৯৪২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিনে প্রায় ২৫০-এর দোরগোড়ায় সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১৫০-র কাছাকাছি। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। বাকি সব জেলায় ৩৫-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পংয়ে। ৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৪ জন।

English summary
Coronavirus daily cases not increased despite of more testing in West Bengal. Active cases again decreased on consecutive two days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X