For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমে ২০০, সক্রিয়ের সংখ্যা নামল ৫ হাজারেরও নীচে

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমে ২০০-য় নামল। তবে এদিন টেস্টিং অনেক কম হয়েছে। ফলে সংক্রমণের হার বেড়েছে। সক্রিয়ের সংখ্যা কিন্তু লাফিয়েই কমল এদিনও।

Google Oneindia Bengali News

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ কমে ২০০-য় নামল। তবে এদিন টেস্টিং অনেক কম হয়েছে। ফলে সংক্রমণের হার বেড়েছে। সক্রিয়ের সংখ্যা কিন্তু লাফিয়েই কমল এদিনও। সক্রিয় নামল ৫ হাজারেরও নীচে। বাংলায় দ্রুত হারে কমছে করোনার সংক্রমণ ও সক্রিয়। করোনার পরিসংখ্যানে স্পষ্ট তৃতীয় ঢেউ কাটিয়ে উঠছে বাংলা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৩ হাজার ৫৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১৪৩। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৯৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৩ হাজার ৫৫৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪ হাজার ৪৪৩ জন। এদিন ১০৯৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২০০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২৮৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৮৭ হাজার ৯৬৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৭৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪০ লক্ষ ১৬ হাজার ২৩৮। ১৬২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬৬৮৪৭। এদিন টেস্টিং হয়েছে ২১৩৭১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৯৪ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩১ হাজার ৪০৬ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৯৬০। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬ হাজার ৯৭৩ জন। বুস্টার ডোজ পেয়েছেন ২ হাজার ৪৭৩। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৬০১ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৫ লক্ষ ৭১ হাজার ৪৮০ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৬৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৫ লক্ষ ৩২ হাজার ৯৯১।

সংক্রমণ জেলায় জেলায়

সংক্রমণ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৬৭৭০ এদিন ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০২৪৫৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৪ জন বেড়ে হয়েছে ১২৭১৭০। হাওড়ায় আক্রান্ত ১২৪৯৯৩৬। এদিন আক্রান্ত হয়েছেন ৪ জন। হুগলিতে ৭ জন বেড়ে আক্রান্ত ১০৭৮৭৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ ২৩ জেলারই দৈনিক সংক্রমণ ৫০-এর নিচে। সবথেকে বেশি ৪৩ জন কলাকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণও ৪০-এর উপরে। আর সবথেকে কম সংক্রমণ ১ জন তিন জেলায়। ১৮ জেলায় সংক্রমণ এক অঙ্কে নেমে গিয়েছে।

English summary
Coronavirus daily cases more decreased active case reduced below 5 thousands in West Bengal. Coronavirus daily death toll down to 11.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X