For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দৈনিক আক্রান্ত ফের ১০ হাজারের উপরে, সক্রিয় কমলেও মৃতের সংখ্যায় উদ্বেগ

বাংলায় করোনার দৈনিক আক্রান্ত ফের ১০ হাজারের উপরে, সক্রিয় কমলেও মৃতের সংখ্যায় উদ্বেগ

Google Oneindia Bengali News

বাংলায় করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ১০ হাজারের উপরে উঠল। মঙ্গলবার করোনা পরীক্ষা বাড়তেই ১০ হাজার ছাড়িয়ে গেল সংক্রমণ। তবে সংক্রমণের হার কমে ২০ শতাংশের নিচে নেমেছে এদিন। সেইসঙ্গে কমেছে সক্রিয়ের সংখ্যাও। সোমবারের মতো মঙ্গলরারও দৈনিক সংক্রমণের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি পরিসংখ্যানে। তবে এদিনও দৈনিক মৃতের সংখ্যা থাকল ৩০-এর উপরে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৪৩০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ১৭ হাজার ৫১৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০১৫৫। এদিন মৃত্যু হয়েছে ৩৪ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ১৯.৩৮ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান2

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান2

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৯ লক্ষ ১৭ হাজার ৫১৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৫৫ হাজার ৭১১ জন। এদিন ২৯১২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১০৪৩০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩৩০৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৭ লক্ষ ৪১ হাজার ৬৪৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯০.৮৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২৪ লক্ষ ১৬ হাজার ৪৩৭। ১৫৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৪৯০৭২। এদিন টেস্টিং হয়েছে ৫৩৮২৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৯.৩৮ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৮ লক্ষ ৮৯ হাজার ৫৫৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ২৪৮। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ লক্ষ ৪৬ হাজার ৫৬২ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৬২ হাজার ৭৪৪। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১১ কোটি ৩৮ লক্ষ ৬০ হাজার ৬৮১ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৮০ লক্ষ ৬ হাজার ৩৩৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ৫৫ লক্ষ ৩৯ হাজার ৮৫১ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৪৯৭।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৩২৮১৫ এদিন ২২০৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৮৮৮৪৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৬১ জন। তারপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১২১৩৮০ এদিন আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৮৮৫ জন বেড়ে হয়েছে ১২০৩২৭। হুগলিতে ৪৫৪ জন বেড়ে আক্রান্ত ১০৩৭১৫ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী ২ হাজারের উপরে কলকাতার সংক্রমণ। উত্তর ২৪ পরগনার সংক্রমণও ২ হাজারের নিচে। হাওড়া ও হুগলির সংক্রমণ ৫০০-র নিচে এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৮০০-র উপরে। মালদহের সংক্রমণও ৬০০-র উপরে উঠে গিয়েছে। সবথেকে কম সংক্রমণ ৩১ জন কালিম্পংয়ে।

English summary
Coronavirus daily cases increased over 10 thousand but positivity rate down in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X