For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণের হার কমলেও বাড়ল আক্রান্ত, সক্রিয়ের সংখ্যা ছাড়াল ১ লক্ষ

বাংলায় করোনা সংক্রমণের হার কমলেও বাড়ল আক্রান্ত, সক্রিয়ের সংখ্যা ছাড়াল ১ লক্ষ

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের ১ লক্ষ ছাড়িয়ে গেল। মঙ্গলবার করোনার বুলেটিন অনুযায়ী, করোনা পরীক্ষাও বেড়েছে এদিন। ফলে সংক্রমণের হার কমেছে। কিন্তু বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। আর করোনা মুক্তের থেকে আক্রান্তের সংখ্যা নিত্যদিন বেশি হওয়ায় সক্রিয়ের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে লাখের গণ্ডি।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১০৯৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৯৫ হাজার ৪৩০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯৩৬। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ৩২.৩৫ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৭ লক্ষ ৯৫ হাজার ৪৩০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ২ হাজার ২৩৬ জন। এদিন ১৩০৪২ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২১০৯৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮০৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ৭৩ হাজার ২৫৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.২০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ৯১ হাজার ৯০। ১৫৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৪৪৩৪৫। এদিন টেস্টিং হয়েছে ৬৫২১০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৩২.৩৫ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৭৯ হাজার ৫৬০ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লক্ষ ৮১ জন ৯৮৫। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ৬২ হাজার ৩৩০ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১০ কোটি ৯৮ লক্ষ ৮৬ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৬৭ লক্ষ ৮২ হাজার ৯২৭ জনের। আর দ্বিতীয় ডোজ ৪ কোটি ২৯ লক্ষ ৮১ হাজার ৯১৪ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৯৯৩১২। এদিন ৬৫৬৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৬৬০৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০১৬ জন। তারপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১১৪৯০৩। এদিন আক্রান্ত হয়েছেন ১৮১৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৩৫ জন বেড়ে হয়েছে ১১২৩৮৫। হুগলিতে ১৩০৫ জন বেড়ে আক্রান্ত ৯৭০৫৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী সাড়ে ছ-হাজারের বেশি করোনা সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ চার হাজারের উপরে। হাওড়ার সংক্রমণ বেড়েছে প্রায় ২ হাজার। প্রায় দেড় হাজার করে দৈনিক সংক্রমণ হয়েছে হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। পশ্চিম বর্ধমানের হাজারের উপর সংক্রমণ অব্।যাহত। বেড়েছে অন্য জেলার সংক্রমণও। সবথেকে কম সংক্রমণ ২০ জন কালিম্পংয়ে। মাত্র তিন জেলায় দুই অঙ্কে দৈনিক সংক্রমণের সংখ্যা।

English summary
Coronavirus daily cases increased buy positivity rate decreased in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X