For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০-এর নিচে করোনা সংক্রমণ বাংলার ৯ জেলায়, একনজরে জেনে নিন কোথায় কেমন পরিসংখ্যান

১০-এর নিচে করোনা সংক্রমণ বাংলার ৯ জেলায়, একনজরে জেনে নিন কোথায় কেমন পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বাংলায় ১০-এর নিচে দৈনিক করোনা সংক্রমণ ৯ জেলায়। তিন জেলায় সংক্রমণ ৫০-এর উপরে। বাকি ১১ জেলায় ১০ থেকে ৩৫ জন সংক্রমিত হয়েছেন একদিনে। পাল্লা দিয়ে করোনা সক্রিয় কমছে পুরুলিয়া ও মুর্শিদাবাদে। পুরুলিয়া ও মুর্শিদাবাদের পাশাপাশি করোনা সক্রিয়ের সংখ্যা উত্তর দিনাজপুরেও কমছে। উত্তর দিনাজপুরে ৩৪ জন সক্রিয়, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় যথাক্রমে ২৫ ও ২৭ করোনা সক্রিয়। দৈনিক সংক্রমণ ১ থেকে ৯-এর মধ্যে আছে পুরুলিয়া, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৬ জন। উত্তর ২৪ পরগনায় ৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১০০-র নিচে নেমেছে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৬০৯২। এদিন কলকাতায় ৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৯৭৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩০৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৪৯২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭১১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮৯৭৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৩২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৯৩১ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৭২৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৪ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮৪২১৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ২১ জন, কালিম্পংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ১১ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ৫১ জন, বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১০ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩২ জন, পূর্ব মেদিনীপুরে ১৫ জন, পূর্ব বর্ধমানে ২৬ জন, পশ্চিম বর্ধমানে ৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus daily cases in nine districts of West Bengal are below 10. Kolkata and North 24 Pargana’s active case near about 1300,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X