For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার সংক্রমণ ও সংক্রমণের হার নিম্নমুখী, দৈনিক মৃত্যুর গ্রাফ চিন্তা ধরাচ্ছে ভারতে

করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী হল দেশে। কমছে সংক্রমণের হারও। রবিরার করোনার দৈনিক সংক্রমণ কমে আড়াই লাখ হয়েছে।। মোট সংক্রমণ বেড়ে চার কোটি ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Google Oneindia Bengali News

করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী হল দেশে। কমছে সংক্রমণের হারও। রবিরার করোনার দৈনিক সংক্রমণ কমে আড়াই লাখ হয়েছে।। মোট সংক্রমণ বেড়ে চার কোটি ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু দৈনিক মৃত্যু ৬০০-র উপরে উঠল আবার। তবে এদিন করোনা সংক্রমণের থেকে করোনামুক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ল। ফলে কমতে শুরু করল সক্রিয়ের সংখ্যা।

করোনার সংক্রমণ ও সংক্রমণের হার নিম্নমুখী ভারতে

নতুন বছরের শুরু থেকেই ফের করোনা মহামারী সাংঘাতিক রূপ নিতে শুরু করেছিল ভারতে। ওমিক্রনের হাত ধরে করোনার এই তৃতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে। এখনও সেই ঢেউ অব্যাহত। রবিবার করোনার দৈনিক সংক্রমণ অনেকটাউই কমেছে। শনিবার দৈনিক সংক্রমণ ছিল ২ লক্ষ ৮০ হাজারের কাছে। এদিন তা কমে আড়াই লাখে নেমে গিয়েছে। তবে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ২,৫১,২০৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। দেশ করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হয়েছে ওমিক্রন হানার পাশাপাশি ডেল্টা সংক্রমণের কারণে। আদতে দেশে চলছে 'ডেলমিক্রনে'র জোড়া স্রোত। এদিন একটু আশার আলো দেখা দিয়েছে সংক্রমণের হার নিম্মমুখী হওয়ায়। তবে মৃত্যু বাড়ায় উদ্বেগ জারি রয়েছে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। তাই সক্রিয় কমেছে।

করোনার মোট সংক্রমণ চার কোটি ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,০৬,২২,৭০৯। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের কাঁধে ভর করেই এক লাফে করোনার দৈনিক সংক্রমণ উঠে গিয়েছিল ৩ লক্ষের উপরে। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ১৫.৮৮ শতাংশ।

ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। এদিন আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যা একটু বেড়েছে। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ৬০০-র উপরে ছিল। এদিনও করোনার দৈনিক মৃতের সংখ্যা বেড়ে ৬২৭ হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৯২,৩৫৬-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৮০,২৪,৭৭১-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি অব্যাহত রয়েছে। করোনার দৈনিক সংক্রমণ এখনও আড়াই লাখের উপরে, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা। আতঙ্কিত মৃতের সংখ্যা নিয়েও।

ডিসেম্বরের শেষ সপ্তাহেও দৈনিক সংক্রমণ ছিল মাত্র সাত হাজার। সেখান থেকে জানুয়ারির শেষ সম্পাহে সংক্রমণ প্রায় তিন লক্ষে পৌঁছে গিয়েছে। পজিটিভিটি রেট ১৫.৮৮ শতাংশ হয়েছে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৬১১। দেশে মোট প্রায় সাড়ে ১৬৪ কোটি করোনা ভ্যাকসিন হয়েছে।

করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। কর্নাটক ও মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কেরল। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরালা। কর্নাটক তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।

English summary
Coronavirus daily cases down in India and daily death toll increased anxiety in third wave.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X