For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দৈনিক আক্রান্ত ৬ হাজার! টেস্টিং কম হওয়ায় সংক্রমণের হার বেড়ে প্রায় ২০ শতাংশ

করোনার দৈনিক আক্রান্ত ৬ হাজার! সংক্রমণের হার বেড়ে প্রায় ২০ শতাংশ, উদ্বেগ বাংলায়

Google Oneindia Bengali News

করোনার দৈনিক আক্রান্ত সামান্য কমল ঠিকই, কিন্তু পরীক্ষাও কমানো হল উল্লেখযোগ্য মাত্রায়। ফলে বাংলায় সংক্রমণের হার বেড়ে ২০ শতাংশের বেশি হয়ে গিয়েছে। বেড়েছে মৃত্যুও, ফলে উদ্বেগ অব্যাহত রয়েছে বাংলায়। ওমিক্রনের চোখ রাঙানিতে করোনা যখন ঊর্ধ্বমুখী তখন টেস্টিং কম হওয়ায় বিশেষজ্ঞরা সমালোচনায় মুখর হয়েছে রাজ্যের।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০৭৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৫৫ হাজার ২২৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭৯৪। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ১৯.৫৯ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৫৫ হাজার ২২৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২০ হাজার ১৮৬ জন। এদিন ৩১৪৮ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬০৭৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৯১৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ১৫ হাজার ২৪৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৯৯ হাজার ৭৭। ১৫৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৩৮৮৭৯। এদিন টেস্টিং হয়েছে ৩৭৫৪২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৯.৫৯ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫২ হাজার ৫৪৮ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ হাজার ৫৪০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৯ হাজার ৮ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১০ কোটি ৪২ লক্ষ ৯২ হাজার ৮৭৬ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৪৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৫ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ৯৮ লক্ষ ৫৮ হাজার ১২১ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৪৬১৬০। এদিন ২৮০১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৯৮৩০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৫৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৫৮ জন বেড়ে হয়েছে ১০৫০০৪। হাওড়ায় আক্রান্ত ১০৩৬৫২। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। হুগলিতে ৩৪০ জন বেড়ে আক্রান্ত ৯০২৬৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী ৩০০০-র সামান্য নিচে করোনা সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১০০-র উপরে। হাওড়ার সংক্রমণ বেড়েছে প্রায় সাড়ে ৬৫০-এর বেশি। পশ্চিম বর্ধমানের দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ৩০০। ৩০০-র উপরে দৈনিক সংক্রমণ হয়েছে হুগলিতে। ২৫০-র সামান্য উপরে সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনায়। বীরভূম ও নদিয়া সংক্রণ ১০০-র উপরে, বাকি সব জেলায় ৫০-র আশেপাশে করোনা সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন আলিপুরদুয়ারে। মাত্র ৩ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। এখনও ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় কালিম্পংয়ে মাত্র ২২ জন।

English summary
Coronavirus daily cases decreased to reduce testing number in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X