For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণ কমে এক ধাক্কায় ৫০০-র নিচে, ওমিক্রনের আতঙ্কেও স্বস্তি পরিসংখ্যানে

বাংলায় করোনা সংক্রমণ কমে এক ধাক্কায় ৫০০-র নিচে, ওমিক্রনের আতঙ্কেও স্বস্তি পরিসংখ্যানে

  • |
Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ এক ধাক্কায় কমল অনেকটাই। ৫০০-র নিচে নেমে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের আতঙ্কের মধ্যেও এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে বাংলাকে। করোনা সংক্রমণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। টানা ১৭ দিন কমল করোনা সক্রিয়ের সংখ্যা। আর করোনায় একদিনে মৃতের সংখ্যাও কমে ১০-এর নিচে নেমে গিয়েছে। এই পরিসংখ্যান আপাত স্বস্তি দিলেও সংক্রমণের হার বৃদ্ধি এবং একইসঙ্গে পরীক্ষা কম হওয়া চিন্তার কারণ হয়ে উঠেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫৫৩। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ২.১১ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৯০ জন। এদিন ৪৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪৬৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫০৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯২ হাজার ৫৭৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫ লক্ষ ৩৬ হাজার ৬৯১। ১৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২৮১৮৫। এদিন টেস্টিং হয়েছে ২২০৮০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১১ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭৫ হাজার ৩০৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৪২ লক্ষ ৬৭ হাজার ৩৪৯ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৩৫ লক্ষ ৪৩ হাজার ৮৫২ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ৭ লক্ষ ২৩ হাজার ৪৯৭ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৯৯২৮। এদিন ১৫৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৪০৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪ জন বেড়ে হয়েছে ১০৩১৭৭। হাওড়ায় আক্রান্ত ১০০৭৮০। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ৮৮৪৩০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী ১৫০-এর সামান্য উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১০০-র নিচে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ার সংক্রমণ ৪০-এর নিচে। বাকি সব জেলার সংক্রমণ ২৫-এর নিচে। সবথেকে কম সংক্রমণ ১ জন ৫ জেলায়। ১২ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২২ জন।

English summary
Coronavirus daily cases decreased below 500 hundred in West Bengal due to testing reduced. Corona’s active cases also decreased consecutive 17 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X