For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণ কমলেও উদ্বেগ জারি! টানা তিনদিন কমল সক্রিয়, একনজরে পরিসংখ্যান

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ কমলেও উদ্বেগ জারি রয়েছে পুজোর মরশুমে। কারণ সংক্রমণ কমলেও সংক্রমিতের হার ২-এর ঊর্ধ্বে! তবে টানা তিনদিন কমেছে সক্রিয়।

Google Oneindia Bengali News

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ কমলেও উদ্বেগ জারি রয়েছে পুজোর মরশুমে। কারণ সংক্রমণ কমলেও সংক্রমিতের হার ২-এর ঊর্ধ্বে! তবে টানা তিনদিন কমেছে সক্রিয়। পুজোর উন্মাদনায় করোনা বিধি শিকেয় উঠেছিল। ফলে পুজো শেষে করোনার প্রকোপ বাড়বে। তবে পরিসংখ্যানে দৈনিক করোনা আক্রান্ত কমে ৫০০-র নিচে নেমে গিয়েছে। উদ্বেগের এই যে করোনার পরীক্ষা হয়েছে অনেক কম। তবে বৃহস্পতিবারের থেকে অনেকটাই উজ্জ্বল এদিনের পরিসংখ্যান।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৯৫৩। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ২.১৩ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা কমল অনেকটাই, কিন্তু টেস্টিং সে অর্থে অনেক কম, তাই সংক্রমণের হারও দুয়ের উপরে রইল এদিনও।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫১৩ জন। এদিন ৬৩ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫০৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫২ হাজার ৯৯৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৬ লক্ষ ৩১ হাজার ১৭। ১৪৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৭০১১। এদিন টেস্টিং হয়েছে ২১২১৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৮৭৭৫। এদিন ১২৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৭০৮২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২১ জন বেড়ে হয়েছে ৯৯৮৫১। হাওড়ায় আক্রান্ত ৯৭৬৮৭। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬ জন। হুগলিতে ৪৪ জন বেড়ে আক্রান্ত ৮৫১৭১ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ শুধু কলকাতা। আর উত্তর ২৪ পরগনার করোনাসংক্রমণ ১০০-র নিচে। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ১১ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৮ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২২ জন।

English summary
Coronavirus daily cases decreased below 500 but positivity rate increased over in West Bengal. Corona active case again decreases during three days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X