For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার গ্রাফ নিম্নমুখী বাংলার উৎসবের মরশুমেও, সংক্রমণের সঙ্গে কমল সংক্রমণের হারও

করোনার গ্রাফ নিম্নমুখী হল বাংলার উৎসবের মরশুমেও। দেওয়ালির পরও সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিন সংক্রমণের হারেও খানিকটা রাশ টানা সম্ভব হয়েছে। বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র নিচে নামল এদিন।

  • |
Google Oneindia Bengali News

করোনার গ্রাফ নিম্নমুখী হল বাংলার উৎসবের মরশুমেও। দেওয়ালির পরও সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিন সংক্রমণের হারেও খানিকটা রাশ টানা সম্ভব হয়েছে। বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র নিচে নামল এদিন। গতদিনের মতোই টেস্টিং হল এদিন। করোনার পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের হার ২-এর উপরেই রইল। তবে খানিকটা কমেছে সংক্রমণের হার। শনিবারের করোনা বুলেটিনে করোনামুক্তের সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি। ফলে সক্রিয়ের সংখ্যা কমল শতাধিক।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৭ হাজার ৭৬৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২১৫। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.২১ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৬৭০-তে নেমে গিয়েছে। সংক্রমণের হার একটু কমেছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯৭ হাজার ৭৬৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ২৯ জন। এদিন ১০৮ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৭০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৬৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭০ হাজার ৫২১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৩৭৮। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৫৯৯৩। এদিন টেস্টিং হয়েছে ৩০২৮১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.২১ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ৬৯৫ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৪১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৫৪ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ৬ লক্ষ ৪৩ হাজার ৫১৬ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৮১ লক্ষ ৬৩ হাজার ৯৮১ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ৫৩৫ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৩৮৫২। এদিন ১৮১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩০০৬০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে হয়েছে ১০১৩৮৮। হাওড়ায় আক্রান্ত ৯৯১৬৮। এদিন আক্রান্ত হয়েছেন ৬০ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮৬৬৪০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-এর নিচে কলকাতার সংক্রমণ। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১৫০-এর নিচে। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ হাওড়ায়। বাকি ২০ জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পং ও পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২০ জন।

English summary
Coronavirus daily cases decreased and positivity rate also reduced in West Bengal. Corona’s positivity rate now decreased to 2.21.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X