বাংলায় লাফিয়ে বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা! ঊর্ধ্বমুখী সংক্রমণের হারে উদ্বেগ
বড়দিনের পরই বাংলায় লাফিয়ে বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা! ঊর্ধ্বমুখী হল সংক্রমণের হার। ফলে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের হানা নিয়ে উদ্বেগ ধরা পড়েছে বাংলার পরিসংখ্যানে। মঙ্গলবার করোনা দৈনিক সংক্রমণ লাফিয়ে বেড়েছে। একইসঙ্গে সংক্রমমের হার বেড়ে ২-এর উপরে উঠে গিয়েছে। সবথেকে ভয়াবহ ছবি ধরা পড়েছে কলকাতায়।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩১ হাজার ৮১৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭৩৩। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ২.৩৫ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৩১ হাজার ৮১৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৪৫৭ জন। এদিন ২৪ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭২১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ৪ হাজার ৬২৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১২ লক্ষ ৭৩ হাজার ৭৮৬। ১৫৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৩৬৩৭৫। এদিন টেস্টিং হয়েছে ৩২০১৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.৩৫ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ১০ হাজার ৫৪৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৫ হাজার ৭৬১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লক্ষ ৭৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১০ কোটি ২১ লক্ষ ৪৭ হাজার ৮৪০ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৪৩ লক্ষ ৩ হাজার ৫১২ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ৭৮ লক্ষ ৭৪ হাজার ৩২৮ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৩৪১৮৩। এদিন ৩৮২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৬১৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে হয়েছে ১০৩৯৭৬। হাওড়ায় আক্রান্ত ১০১৫১৩। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮৯২৭৫ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী ৪০০-র সামান্য নিচে করোনা সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১০০-র সামান্য উপরে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলিও হাওড়ার সংক্রমণ ৫০-এর আশেপাশে। বাকি সব জেলায় ২৫-র নিচে করোনা সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন ৫ জেলায়। ১৩ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৯ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় কালিম্পংয়ে মাত্র ১৯ জন।