For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার সংক্রমণের হার একলাফে দ্বিগুণ! টানা চারদিন মৃত্যুহীন বাংলায় ফের বাড়ল চিন্তা

বাংলায় করোনার দৈনিক আক্রান্ত প্রায় দ্বিগুণ বাড়ল গতদিনের তুলনায়! তবে টানা চারদিন মৃত্যুহীন থাকল বাংলা। কিন্তু চিন্তা বাড়ল করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায়।

Google Oneindia Bengali News

বাংলায় করোনার দৈনিক আক্রান্ত প্রায় দ্বিগুণ বাড়ল গতদিনের তুলনায়! তবে টানা চারদিন মৃত্যুহীন থাকল বাংলা। কিন্তু চিন্তা বাড়ল করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায়। বাংলায় করোনা সক্রিয় ৭৫০-র নীচেই রয়েছে। করোনা মহামারী থেকে যখন সুস্থ হচ্ছে বাংলা, তখন হঠাৎ সংক্রমণ ও সংক্রমণের হার দ্বিগুণ হওয়ায় বাড়ল চিন্তা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৬৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ১৩৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৭। এদিন বাংলায় করোনা এদিন কোনও প্রাণ কাড়েনি। ৃকরোনায় এর আগে টানা কয়েকদিন মৃত্যুহীন ছিল। মাঝে প্রতিদিনই একজন-দুজন করে মৃত্যু হচ্ছিল। আবার স্বস্তি ফিরেছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ১৩৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাড়ে ৭৩০-এর নীচে নেমে গিয়েছে। মাত্র ৭২৯ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৬৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৫ হাজার ১৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৯১ হাজার ২১৩। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ১৫১১৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৪৪ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ৯১২ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ৭ লক্ষ ১৬ হাজার ৬৬৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৭ লক্ষ ৮৬ হাজার ৩৭৭ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৮ লক্ষ ৪ হাজার ৮২৩ জন।

কত জন সক্রিয় কে কোথায়

কত জন সক্রিয় কে কোথায়

বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৭২৯ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৬৬৩ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৬৬ জন। এই ৬৬ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়। টানা চারদিন মৃত্যুহীন থেকেছে বাংলা।

সুস্থ হওয়ার পথে বাংলা

সুস্থ হওয়ার পথে বাংলা

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। কিন্তু এদিন দৈনিক করোনা সংক্রমণ একটু ঊর্ধ্বমুখী হল। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এদিন ২৩ জেলায় সংক্রমণ ৬৬ জন। গড়ে তিন জনেরও কম। তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় তিন জনেরও বেশি সংক্রমিত হয়েছেন এক দিনে।

English summary
Coronavirus daily cases almost double but death toll is zero consecutive four days in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X