For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ নামল ৩৫-এ, করোনা সক্রিয় আর মাত্র ১৩৬৫ জন

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ নামল ৩৫-এ, করোনা সক্রিয় আর মাত্র ১৩৬৫ জন

Google Oneindia Bengali News

বাংলায় করোনা দৈনিক সংক্রমণও নামে গেল ৫০-এরও নীচে। আর ২৩ জেলা মিলিয়ে মোট করোনা সক্রিয় মাত্র ১৩৬৫ জন। বাংলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে করোনা। দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও নিয়ন্ত্রণে এসেছে। সংক্রমণের হারও নেমে গিয়েছে ০.৩০ শতাংশের নীচে। সোমবারের পরিসংখ্যান দেখাচ্ছে, বাংলা করোনামুক্ত হওয়ার পথে এগোচ্ছে দ্রুত।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৪৭৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৮৮। এদিন বাংলায় কোনও প্রাণ কাড়েনি করোনা। ৃকরোনায় এই মৃত্যুহীন থাকা স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৬ হাজার ৪৭৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দেড় হাজারের নীচে নেমে গিয়েছে। মাত্র ১৩৬৫ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৩৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৯২০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৮৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৫ লক্ষ ৬ হাজার ৪৮০। ১৬৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। এদিন টেস্টিং হয়েছে ১১৯৯৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.২৯ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৭ হাজার ৪৬০ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৯৭ লক্ষ ৮৩ হাজার ৭৭৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯১ লক্ষ ১১ হাজার ৬৮৭ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লক্ষ ৯৬ হাজার ২৫০ জন।

কত জন সক্রিয় কে কোথায়

কত জন সক্রিয় কে কোথায়

বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ১৩৬৫ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ১২৭৫ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৯০ জন। এই ৯০ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়।

সুস্থ হওয়ার পথে বাংলা

সুস্থ হওয়ার পথে বাংলা

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এখন দৈনিক করোনা সংক্রমণ নেমেছে মাত্র ৩৫-এ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এখন ২৩ জেলায় মাত্র সংক্রমণ ৩৫। গড়ে দেড়জন করে। তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় ২ জনেরও বেশি।

English summary
Coronavirus daily cases again reduced to 35 in West Bengal and fatality is only one
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X