For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈনিক করোনা সংক্রমণ ও করোনা মুক্ত প্রায় সমান, বাংলায় কমল সংক্রমণের হার

দৈনিক করোনা সংক্রমণ ও করোনা মুক্ত প্রায় সমান, বাংলায় কমল সংক্রমণের হার

  • |
Google Oneindia Bengali News

দৈনিক করোনা সংক্রমণ ও করোনা মুক্ত প্রায় সমান সমান বাংলায়। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ৭৪৪। আর করোনামুক্ত হয়েছেন এদিন ৭৪৬ জন। মাত্র দু-জনের ফারাক। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনে। ফলে সক্রিয়ের সংখ্যা কমেছে মাত্র ১৫। ফের দুদিন বাংলার করোনা সংক্রমণ ৭০০-র উপরে। তবে গতদিনের ফলে কমেছে সংক্রমণের হারও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭১৬। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৭৭ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা একটু কমেছে, কিন্তু পরীক্ষা বেশি হয়েছে গতদিনের তুলনায়। ফলে কমেছে সংক্রমণের হার।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬৮৯ জন। এদিন ১৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৪৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৪৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩৮ হাজার ৪৭৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ১৭ হাজার ৭৪৩। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৯০৮৬। এদিন টেস্টিং হয়েছে ৪২১১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৭৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৫৭৪০। এদিন ১৩০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৪৬০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে হয়েছে ৯৮৭৯৪। হাওড়ায় আক্রান্ত ৯৬৬০১। এদিন আক্রান্ত হয়েছেন ৫২ জন। হুগলিতে ৫১ জন বেড়ে আক্রান্ত ৮৪০৭৫ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও দার্জিলিংয়ের করোনা সংক্রমণ বেড়ে ফের ৫০-এর উপরে। বাকি সব জেলায় ৩৫-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় মুর্শিদাবাদে মাত্র ২৩ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus daily case and Corona discharged are almost same in West Bengal. Corona active case decreases a little number,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X