For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা-লিডার উত্তর ২৪ পরগনা, অন্য জেলার কী অবস্থা, একনজরে পরিসংখ্যান

করোনার দৈনিক সংক্রমণে বাংলার জেলার মধ্যে সবার উপরে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও সবথেকে বেশি।

Google Oneindia Bengali News

করোনার দৈনিক সংক্রমণে বাংলার জেলার মধ্যে সবার উপরে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও সবথেকে বেশি। কলকাতাকে দৈনিক সংক্রমণ ও সক্রিয়ের সংখ্যায় টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা। মোট সংক্রমিতের সংখ্যাতেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিবেশী ওই জেলা। করোনা বুলেটিনের পরিসংখ্যানে নজর অন্য জেলাতেও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৭৭। উত্তর ২৪ পরগনায় ৫৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৪৫৮। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনা সবার শীর্ষে। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা এদিন ফের উঠল ৫০০-র উপরে। করোনা সক্রিয়ের সংখ্যাও ৫০০০-এর ঊর্ধ্বে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৩৫৪২। এদিন ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৯২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৭৯৬২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪১৮৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৪৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৮২৮৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭৬ জন। মৃত্যু হয়েছে মোট ৮২০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫০৩৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৭৭ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৪৩১৬। এদিন আক্রান্ত হয়েছেন ১১০ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪২০ জন। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২০৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৬১০। হুগলিতে ২৭১ জন বেড়ে আক্রান্ত ৮৯২০ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ২৮৫১, কোচবিহারে ৩৭৯১, দার্জিলিংয়ে ৫৬৮০, কালিম্পংয়ে ৫৩৯, জলপাইগুড়ি ৪২৩৬, উত্তর দিনাজপুর ২৪৯৭, দক্ষিণ দিনাজপুর ৪১০৭, মালদহ ৫২২৪, মুর্শিদাবাদ ৩৮৩১, নদিয়া ৪৬২৫, বীরভূম ২৪০৩, পুরুলিয়া ১৭২৪, বাঁকুড়া ৩২৮০, ঝাড়গ্রাম ৩০৬, পশ্চিম মেদিনীপুর ৫৮৬৮, পূর্ব মেদিনীপুর ৭৪২৪, পূর্ব বর্ধমান ৩১৮৮, পশ্চিম বর্ধমান ৪৫৫০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus daily affected is highest in North 24 pargana on September 7. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X