For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণে ফের শীর্ষে কলকাতা! হাওড়ায় সক্রিয় হাজারের নিচে, একনজরে বাংলা

করোনা সংক্রমণে ফের শীর্ষে কলকাতা! হাওড়ায় সক্রিয় হাজারের নিচে, একনজরে বাংলা

  • |
Google Oneindia Bengali News

করোনার দৈনিক সংক্রমণে বাংলার জেলার মধ্যে শুক্রবার সবার উপরে কলকাতা। উত্তর ২৪ পরগনাকে হারিয়ে কলকাতার দৈনিক সংক্রমণ ফের বাড়ল। সক্রিয় করোনা রোগীর সংখ্যা অবশ্য সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। মোট সংক্রমণ বেশি কলকাতায। করোনা বুলেটিনের পরিসংখ্যানে হাওড়ায় সক্রিয়ের সংখ্যা নেমেচে হাজারের নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৫৭। উত্তর ২৪ পরগনায় ৫৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৫৪৩। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে সবার শীর্ষে কলকাতা। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা এদিন ৫০০-র উপরে। তবে করোনা সক্রিয়ের সংখ্যাও ৫০০০ থেকে নেমেছে সামান্য।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৫৫০০। এদিন ৫৪৩ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৪৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৯০৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪১৪২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৮৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০৫১১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৩২ জন। মৃত্যু হয়েছে মোট ৮৬০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৫০৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৬১৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৮০ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৪৮৭২। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৪৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৩০৬। হুগলিতে ১৩৯ জন বেড়ে আক্রান্ত ৯৫৮৬ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৩১৫৪, কোচবিহারে ৪০৯৯, দার্জিলিংয়ে ৬০১৭, কালিম্পংয়ে ৫৯০, জলপাইগুড়ি ৪৫৫৬, উত্তর দিনাজপুর ২৭৩৮, দক্ষিণ দিনাজপুর ৪৩৮৮, মালদহ ৫৪৪২, মুর্শিদাবাদ ৪২০৬, নদিয়া ৫১৯৮, বীরভূম ২৬৪১, পুরুলিয়া ২১০০, বাঁকুড়া ৩৬৭৬, ঝাড়গ্রাম ৩৪৯, পশ্চিম মেদিনীপুর ৬৫০৮, পূর্ব মেদিনীপুর ৮২৪১, পূর্ব বর্ধমান ৩৫৮১, পশ্চিম বর্ধমান ৫১০৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

বাংলায় সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা ফের বাড়ছে, করোনাজয়ীর হারও ঊর্ধ্বমুখীবাংলায় সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা ফের বাড়ছে, করোনাজয়ীর হারও ঊর্ধ্বমুখী

English summary
Coronavirus daily affected is highest in Kolkata again than North 24 pargana on September 11
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X