For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনা সংক্রমণ উত্তর ২৪ পরগনা ও কলকাতায় উদ্বেগজনক, একনজরে জেলার পরিসংখ্যান

করোনার সংক্রমণে বাংলা প্রায় পৌঁছে গিয়েছে দু-লাখের গণ্ডিতে। শনিবার দৈনিক সংক্রমণে সবার উপরে উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ এদিন পাঁচশোরও বেশি।

  • |
Google Oneindia Bengali News

করোনার সংক্রমণে বাংলা প্রায় পৌঁছে গিয়েছে দু-লাখের গণ্ডিতে। শনিবার দৈনিক সংক্রমণে সবার উপরে উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ এদিন পাঁচশোরও বেশি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। মোট সংক্রমণ বেশি কলকাতায। করোনা পরিসংখ্যানে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৬১। উত্তর ২৪ পরগনায় ৫৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৫৪৭। এদিন উত্তর ২৪ পরগনা ও কলকাতায় করোনা সংক্রমিত হয়েছেন ৫০০ জনেরও বেশি করে। তবে করোনা সক্রিয়ের সংখ্যাও নেমে এসেছে পাঁচ হাজারের নিচে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৬০৪৭। এদিন ৫৪৭ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৬১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪০৪৩৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪১৫১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫২৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪১০৬৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন। মৃত্যু হয়েছে মোট ৮৭৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৫৬৫৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৫৩৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬১৭ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৫০৪৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৪৯ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২২২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৫২৮। হুগলিতে ১৮২ জন বেড়ে আক্রান্ত ৯৭৬৮ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৩২০০, কোচবিহারে ৪১৮৮, দার্জিলিংয়ে ৬১১৩, কালিম্পংয়ে ৬১০, জলপাইগুড়ি ৪৬৪০, উত্তর দিনাজপুর ২৭৭৩, দক্ষিণ দিনাজপুর ৪৪২৪, মালদহ ৫৫১৪, মুর্শিদাবাদ ৪৩০০, নদিয়া ৫৩০৩, বীরভূম ২৬৮৭, পুরুলিয়া ২০৭৩, বাঁকুড়া ৩৭৬৮, ঝাড়গ্রাম ৩৫৮, পশ্চিম মেদিনীপুর ৬৭৪৫, পূর্ব মেদিনীপুর ৮৩৮৬, পূর্ব বর্ধমান ৩৬৪২, পশ্চিম বর্ধমান ৫২৪৮ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Coronavirus daily affected increased anxiety in Kolkata and North 24 pargana on September 12. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X